পুজোর আগে মাত্র তিনটি উপাদানেই হবে গ্লাস স্কিন

পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। জামা কাপড় কেনা কাটার পাশাপাশি রূপচর্চা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অনেকে। কিন্তু প্রত্যেকদিন যাদের বাড়ির বাইরে বেরোতে হয় বিভিন্ন কাজে সে ক্ষেত্রে তারা নিত্যদিন সময় করে রূপচর্চা করতে পারছেন না। হাজার হোক দুর্গা পুজো বাঙালির প্রাণের উৎসব এই সময়টা নিজের একটু যত্ন না নিলে চলে! তবে আজ এক অতি সাধারন উপায় আপনাদের বলবো যাতে করে খুব সহজেই আপনারা মাত্র কয়েক দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। কিভাবে? মাত্র তিনটি উপাদান।

How To Achieve Korean Glass Skin?

 আমরা প্রত্যেকদিন ভাত খাই তাই চাল পাওয়াটা খুব সহজ আমাদের বাড়িতে। অল্প সামান্য চাল যেমন এক চামচ কি দু চামচ চাল নিয়ে সেটা কোন কাঁচের পাত্রে সারারাত ভিজিয়ে রাখতে হবে। তবে তার আগে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ তাতে অনেক ময়লা থাকতে পারে। এবার ওই চাল ভেজানো জলটা সারারাত রেখে দিতে হবে প্রয়োজন হলে ফ্রিজের মধ্যেও রেখে দেওয়া যেতে পারে। পরের দিন সকালে স্নান করার আগে অথবা বাইরে থেকে ঘুরে আসার পরে ওই চাল ভেজানো জল একটু ঢেলে নিতে হবে কিন্তু চালটা ফেলে দিলে হবে না। এমনকি জলটা পুরোটা নিতে হবে না। সামান্য নিলেই হবে। তাতে মিশিয়ে নিতে হবে অল্প বেসন এবং গ্লিসারিন। তবে যদি শুধু মুখে না ব্যবহার করে গোটা গায়ে ব্যবহার করা হয় তাহলে সেই মতো পরিমাপটা বানাতে হবে। যদি শুধু মুখে ব্যবহার করা হয় তাহলে এক চামচ বেসন যদি সর্বাঙ্গে ব্যবহার করা হয় তাহলে দু চামচ বেসন। ঠিক একইভাবে শুধু মুখে ব্যবহার করলে গ্লিসারিন হাফ চামচ সর্বাঙ্গে ব্যবহার করলে এক চামচ।

Here's Exactly How to Get Glass Skin With Your Routine

 পুজোর আগে নিয়মিত প্রত্যেকদিন এই পদ্ধতি যদি ব্যবহার করা যায় তাহলে কয়েক দিনে ঝকঝকে হয়ে উঠবে ত্বক। করেই দেখুন। পুজোর আগে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলুন।

 
 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll