শীতকাল মানেই ভেসলিনের নানাবিধ ব্যবহার। ত্বক ও চুল ছাড়া আর কি কি ক্ষেত্রে ভেসলিন লাগে তা জেনে নিন। | Jinia De

শীতকাল মানেই রুক্ষ ত্বক, রুক্ষ চুল। আর এই রুক্ষতা দূর করতে আমাদের সবারই বাড়িতে কম-বেশি ভেসলিন থাকে। তবে আপনার কি জানেন, যে ত্বক ও চুলের রুক্ষতা দূর করা ছাড়াও ভেসলিন আরও অনেক কাজে লাগে? তাহলে জেনে নিন কীভাবে ভেসলিন আপনার এবং আপনার পরিবারের অনেক সমস্যা দূর করবে।

old-woman-gde8e85205_1920_0.jpg

১) আমাদের মুখের এবং দেহের মরা ত্বক যেমন পরিষ্কার করা দরকার ঠিক সেই ভাবেই আমাদের ঠোঁটের ওপরেও মরা ত্বকে পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে একটু ভেসলিন ঠোঁটে লাগিয়ে রেখে দিন। এরপর আপনার ফেলে দেওয়া পুরনো দাঁত মাজার ব্রাশ দিয়ে, ঠোঁটে হালকা করে ঘষুন। দেখবেন আপনার ঠোঁট নরম এবং পরিষ্কার হয়ে গেছে।

২) আঙুলের আংটি কিন্তু হাতের চুরি হয়তো কিছুতেই খুলতে পারছেন না। তবে সেক্ষেত্রে অনেকেই সাবান দিয়ে তা বের করেন। কিন্তু যেহেতু শীতকাল বারবার জলে হাত দেওয়া যাবে না। তাহলে তার জন্যে হাতে বা আঙুলে একটু ভেসলিন লাগিয়ে নিন। দেখবেন খুব সহজে সেই গয়নাটি খুলতে এবং পরতে পারছেন।

৩) ধরুন আপনার ক্রিম ব্লাশার লাগবে, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার প্রিয় রঙের লিপস্টিকের সাথে একটু ভেসলিন মিশিয়ে তৈরী করে নিন ক্রিম ব্লাশার। এরপর একটা ছোটো কৌটো করে তা রেখে দিন।

lipstick-g599f8f69c_1920_0.jpg

৪) আমরা অনেকেই এখন শাড়ি বা জামার সাথে রঙ মিলিয়ে আই লাইনার লাগাই। তবে সবার ক্ষেত্রে তো সব রঙের আই লাইনার কেনা সম্ভব হয়না। তাহলে উপায়?! উপায় হলো, আই শ্যাডোর সাথে ভেসলিন মিশিয়ে তৈরী করেনিন পছন্দের আই লাইনার।

৫) বাইরে বেরোনের সময় হঠাৎ দেখলেন যে, আপনার জুতোটা অথবা ব্যাগটা চকচক করছে না। ম্যাড়ম্যাড়ে হয়ে আছে। সেক্ষেত্রে ভেসলিন লাগিয়ে একটু জুতো বা ব্যাগটা ব্রাশ করে নিন। তারপর দেখুন আপনার চামড়ার ব্যাগ বা জুতো কেমন চকচক করছে।

glass-gb1ce40e84_1920_0.jpg

৬) আপনার পা ফেটে গেলে গরম জলে পা ধুয়ে ভেসলিন লাগিয়ে রাতে শুয়ে পড়ুন। আবার আপনার কনুই বা হাঁটু যদি কালো হয়ে যায় বা রুক্ষ হয়ে যায় তাহলে তাতে ভেসলিন লাগান। অনেকটা উপকার পাবেন।

৭) আমাদের অনেকেরই ভুরু শুরু না চোখের পাতা কম ঘন। সেক্ষেত্রে রাত্রেবেলা ভুরুতে এবং চোখের পাতায় ভেসলিন লাগিয়ে শুয়ে পড়ুন। অনেক ভালো কাজ পাবেন।

৮) নিয়ম করে চুলের যত্ন নিতে আমরা অনেকেই পারিনা। ফলে অনেকেরই চুলের আগা ফেটে যায় বা দুমুখো চুল হয়ে যায় এবং চুল রুক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে চুলের আগায় ভেসলিন লাগিয়ে নিন। চুল নরম হয়ে যাবে ও এই ফেটে যাওয়ার ক্ষেত্রে অনেক উপকার পাবেন।

girl-g348bf20fd_1920_0.jpg

৯) আপনার প্রিয় কোনো বডি লোশন হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু তার গন্ধটা হয়তো আপনার খুব পছন্দ। সেক্ষেত্রে ওই বডি লোশনের সাথে ভেসলিন মিশিয়ে নিন। এবং সেটা গায়ে লাগিয়ে নিন। এছাড়া, হয়তো আপনার ত্বক খসখসে হয়ে গেছে, তখন আপনি ভেসলিন লাগিয়ে নিন।

ভেসলিনের অনেক গুণ। কিছু আমাদের জানা আবার কিছু অজানা। তাই এবার বাজার থেকে ছোটো কৌটো ভেসলিন না কিনে একটু বড়ো কৌটো কিনুন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll