বিয়ের পর নতুন পরিবারের সাথে কিভাবে মানিয়ে নেবেন — সহজ কিছু পারামর্শ, যা ভালো রাখবে উভয়কেই | Bidhan Saha

•নতুন পরিবারে মানিয়ে নেওয়ার কিছু সহজ উপায়:

১) প্রথমেই যে পরিবারে বিয়ে করে যাচ্ছেন, সেখানে গিয়ে সেই পরিবারকে নিজের পরিবার ভাবুন। মনে রাখবেন এটা আপনার প্রিয় মানুষের পরিবার, তাই এই পরিবার আপনারও।

couple-g8189562e6_1920_0.jpg

২) তারপর বলি বন্ধুরা ইগো বা আত্মঅহং কে পরিত্যাগ করুন। কারণ এই ইগো-ই আমাদের বেশি দূর এগোতে দেয়না। আপনাকে মনে রাখতে হবে এটা আপনার পরিবার, তাই কে কখন কি বললো বা জানতে চাইলো সে বিষয় ইগো-কে আসতে দেবেন না। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা যেকোনো ফাঁকা জায়গায় কেবল মাত্র ভালোবাসা দিয়েই ভরানো যায়।

৩) পরিবারের ছোটোরা সবচেয়ে বেশি আদরের হয়। তাই তাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠুন। তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের সাথে সময় কাটান, স্কুলের হোম-ওয়ার্ক, প্রকল্পে সাহায্য করুন। দেখবেন আসতে আসতে আপনি তাদের প্রিয় হয়ে যাচ্ছেন।

teacher-gf1375a627_1920_0.jpg

৪) আপনার সঙ্গীটির প্রশংসা করুন। আপনি যে পরিবারে যাচ্ছেন সেখানে আপনার স্বামীর প্রশংসা করুন। দেখুন আপনার স্বামী যেহেতু ওই পরিবারেই বড়ো জন্মেছেন এবং বড়ো হয়েছেন তাই তারা আপনার চেয়েও বেশি আপনার স্বামীর খারাপ দিক  সম্পর্কে জানেন। তাই তার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা না করে স্বামীর প্রশংসা করুন। এতে আপনার স্বামী ও পরিবারের সকলের কাছেই আপনি প্ৰিয় হয়ে উঠবেন।

৫) বাড়ির কাজে হাত লাগান। দেখুন আমরা সবাই সব কাজ শিখে আসি না। জীবনের বিভিন্ন স্তরে আমাদের সেই সব শিখতে হয়। তাই পরিবারের কাজে হাত লাগান। যে কাজ জানেননা, সেগুলো বড়োদের পরামর্শ নিয়ে শিখে নিন। এতে তাদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

৬) পরিবারে সবচেয়ে বয়জেষ্ঠ কেউ থাকলে তার সাথে ভাব করুন। হয়তো পরিবারের কেউ কাজের চাপে সারাদিন তার দিকে খেয়াল করতে পারে না। সেখানে আপনি সারাদিনে কিছুটা সময় তার সাথে কাটান। গল্প করুন তার সাথে, দেখবেন তিনিও  নিজের গুরুত্ব খুঁজে পাবেন এবং তারসাথে আপনার পক্ষেও তিনি চলে আসবেন। আমাদের সমাজে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে এখনও কিন্তু বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটির কথা শোনা হয়। ততই সে অক্ষম হোক না কেন, তার কথা কেউ অগ্রাহ্য করতে পারেনা। তাই বাড়ির বয়স্কদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠুন।

women-friends-g3e29841b5_1920_0.jpg

৭) বিয়ের পর অনেক প্রায়ই নতুন বৌকে নিয়ে ঠাট্টা তামাশা করা থাকেন, ঠিক যেমন বাসার ঘরে নতুন জামাইকে নিয়ে হয়। সেই ঠাট্টা বা স্থূল রসিকতাকে গায়ে না মেখে, মজা করতে শিখুন। হাসি মুখে গ্রহণ করুন।

৮) দিনের যে কোনো সময় সকালের চা বা বিকেলের চা যে-কোনো একটিতে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে বসুন। কারণ এই চায়ের আসর অনেক ছোটো ছোটো ভুল বোঝাবুঝিকে সরিয়ে দিতে পারে।

৯) আপনার শাশুড়ির সাথে কোনো বিষয় কথা কাটাকাটি হলে তৎক্ষনাৎ নিজের মাকে ডেকে এনে সেই সমস্যার সমাধান করতে যাবেন না। নিজে আগে বুঝুন সমস্যাটা কতটা গুরুতর। নিজে গিয়ে কথা বলুন, জানতে চান আপনার ভুলটা কোথায়। তার সাথে এক কাপ চা খান। দেখবেন পরের দিন থেকে আবার সব ঠিক হয়ে গেছে।

•মনে রাখবেন পরিবার হলো একটি ছোটো চারা গাছের মত। আর সম্পর্ক হলো সেই গাছের ডালপালা, পাতা। সেই চারা গাছকে ভালোবাসা আর স্নেহ দিয়ে যত্ন করতে শিখুন। সম্পর্কগুলোকে নতুন করে উজ্জীবিত করুন। সাথে এটাও মনে রাখবেন একটা সুখী পরিবার একটা সুখী দাম্পত্য গড়ে তুলতে অনেকটা সাহায্য করে। তাই সুস্থ থাকুন সুখে থাকুন আর জীবনকে উপভোগ করুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll