এই মন্দার বাজারে সঞ্চয় করবেন কীভাবে! কিছু পারামর্শ ও মতামত মেনে চলুন। | Bidhan Saha

বর্তমান পরিস্থিতিতে অনেকেরই চাকরী চলে গেছে বা অনেকেরই চাকরী শঙ্কটের মুখে। আবার কিছু ক্ষেত্রে মাইনের অর্ধেকটাই কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও আপনার খরচ একেবারেই কমছে না। সঞ্চয় করতে পারছেন না কিছুই। আর এই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে সঞ্চয় করবেন সেই বিষয় কোনো দিশা হয়তো খুঁজে পাচ্ছেন না, কারণ চারিদিকে রোগের প্রাদুর্ভাব এবং তার সাথে সমস্ত জিনিসের অগ্নিমূল্য। কিন্তু মানুষকে তো বাঁচতে হবে আর সঞ্চয় ছাড়া জীবনে এগোনো যায় না। শুধু আমাদের দৈনিক কিছু খরচ কমালেই খুব সহজে আমরা আমাদের সঞ্চয় বাড়াতে পারবো।

সঞ্চয় করাটা একটা নেশা। আর এই নেশা যার থাকে না সে প্রচুর অর্থ উপার্জন করেও মাসের শেষে তার ব্যাঙ্ককে অর্থের পরিমান শূন্য। ফলে সঞ্চয় করতে শিখুন। তার জন্যে শুরু থেকে পাঠ নিতে শিখুন।

• কিছ পরামর্শ আর মতামত:

১) ঋণ মুক্ত করুন। মাস মাইনে পাওয়ার পর যার যার কাছে ঋণ আছে তার ঋণ শোধ দিয়ে দিন। ঋণ শোধ না করে সঞ্চায়ের পথে হাটবেন না। এবং চেষ্টা করুন শুধু মাত্র সুদ নয় যাতে আসলটাও শোধ দিতে পারেন। দরকার হলে, আপনার কোনো সঞ্চয় ভেঙে পুরোটা শোধ করে দিন। এর ফলে পরের দিন থেকে আপনাকে কেউ ঋণের জন্যে তাগাদা দেবে না। একটা চিন্তা মুক্ত জীবন গড়ে তুলুন।

poverty-gfb363b9ae_1920_0.jpg

২) বাড়ির বাচ্চাটিকেও সঞ্চয়ী হতে শেখান। তাকে একটা পিগি ব্যাঙ্ক কিনে দিন। ছোটো ছোটো নানা রঙের ব্যাঙ্ক কিনে দিন কিংবা মাটির ভাড়। যাতে সে তার টিফিনের এক টাকা দু টাকা বাঁচিয়ে তাতে সঞ্চয় করতে পারে।

৩) আপনিও সঞ্চয় করতে শিখুন। আপনিও একটা ছোটো মাটির ভাড় বা ব্যাঙ্ক কিনে তাতে সারাদিনের পর কিছু টাকা জমা করুন। সেটা ১০ টাকাও হতে পারে কিংবা ১০০ টাকা। আর মনে করবেন ওই টাকাটা আপনার নেই বা ওটা হারিয়ে গেছে। কোনো অবস্থাতেই ওই টাকায় হাত দেবেননা।

৪) ক্রেডিট কার্ডে জিনিস কেনা বন্ধ করুন। ক্রেডিট কার্ডে জিনিস কিনলে আপনাকে সেই মুহূর্তে কোনো টাকা দিতে না হলেও, পরে কিন্তু আপনাকে ওই টাকাটা শোধ দিতে হয়। এবং সেটা আপনি দিতে যত দেরি করবেন তত ভয়ঙ্কর ভাবে ওই টাকার বোঝা বাড়তে শুরু করবে।

credit-cards-gd39411f0a_1920_0.jpg

৫) বাইরে খাওয়া দাওয়া বন্ধ করুন। অকারণে রেস্টুরেন্টে গিয়ে দামী দামী খাবার খাওয়া আপনার খরচ বৃদ্ধি করে। অন্যদিকে বুঝে শুনে কেনাকাটা করুন। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কিছু পছন্দ হলো আর কিনে নিলেন, সেটা একটু ভেবে কিনুন।

৬) নিজের একটা বাজেট তৈরী করুন। আপনার ঘরে যদি কিছু বদলানোর দরকার থাকে বা কিছু সাড়াই করার দরকার থাকে, তাহলে তার খাতে কত টাকা খরচ হতে পারে সেটার একটা আনুমানিক হিসাব রাখুন। এবং চেষ্টা করুন যাতে ওই টাকাটা আপনার জমানো টাকা বা খরচের টাকা থেকে না ব্যয় হয়।

৭) অকারণে পাখা, আলো, টিভি চালিয়ে রাখা বন্ধ করুন। হয়তো খালি চোখে দেখা যায় না। কিন্তু এই ছোটো ছোটো বিষয় গুলোই আপনাকে এবং আপনার পরিবারকে অকারণ খরচ থেকে রক্ষা করবে।

৮) নেশার জিনিস পরিত্যাগ করুন। হয়তো এই নেশা আপনাকে সময়িক আনন্দ বা শান্তি দেয়। তবে এটা কিন্তু আপনার শরীরের সাথে সাথে আপনার সঞ্চয়ের ক্ষেত্রেও ক্ষতিকর। একদিন অপনার সারা মাসের সিগারেট বা অন্যান্য নেশাজাত দ্রব্যের পিছনে খরচের হিসাব করে দেখুন।

wines-g615ee8086_1920_0.jpg

তাহলে দেখছেন তো বন্ধুরা কত ছোটো ছোটো বিষয়কে আমরা অবহেলা করি। খুব সতর্কতার সঙ্গে যদি আমরা আমাদের উপার্জিত অর্থের থেকে একটু একটু করে টাকা জমাই তাহলে মাসের শেষে দেখবেন খুব কম করে হলেও হাজার টাকা আপনার সঞ্চয় হয়েছে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll