আপনার সম্পর্ক বা দাম্পত্য জীবন কি একঘেয়ে লাগছে? এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন? জেনে রাখুন কিছু পরামর্শ। | Bidhan Saha
যেকোনো সম্পর্কই দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একঘেয়ে লাগে, মনোমালিন্য তৈরী হয়। নতুন কিছু না পাওয়ার কষ্ট তৈরী হয় এবং সেখান থেকে সম্পর্কে ভাঙ্গন সৃষ্টি হয়।
যেকোনো জিনিস পুরনো হয়ে গেলেই তার মূল্য কম এবং তা ফেলে দিই আমরা। কিন্তু সম্পর্ক পুরনো হয়ে গেলে তাকে দূরে সরিয়ে দিতে হবে বা সম্পর্ক ভেঙে ফেলতে হবে তেমন কোনো কথা নেই। তবে আমরা যদি কিছু ছোটো ছোটো বিষয়ে দিকে নজর দিই এবং কিছু পরামর্শ মেনে চলি তাহলে এই সম্পর্কের একঘেয়েমি থেকে সম্পর্ককে উদ্ধার করা যায়।
• সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে তোলার উপায়:
১) আমরা সবাই চাই আমাদের সম্পর্ক বা দাম্পত্য জীবন সব সময় যেন সুখকর হয়ে থাকে। কিন্তু আমরা যা চাই সব সময় কি তা হয়! আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে এতো ব্যস্ত থাকি যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করা ভুলে যাই। সম্পর্ককে সুন্দর রাখতে সবার প্রথম হলো শ্রদ্ধা। বন্ধুরা যতই ঝগড়া-ঝাটি হোক, যতই মনোমালিন্য হোক না কেন, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। দেখুন, ঝগড়া-ঝাটি, মন কষাকষি হতেই পারে সব ক্ষেত্রে হয়েই থাকে কিন্তু আমাদের নিজেদের সঙ্গীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখতে হবে।
২) বন্ধুরা সম্পর্কের একঘেয়েমি কাটাতে গান শুনুন। অথবা আপনার যেটা করতে ভালোলাগে সেটা করুন। অনেকে বই পড়তে পছন্দ করেন, অনেক গান শুনতে, আবার অনেকে রান্না করতে বা ঘর ঘোছাতে। এই কাজ গুলোর মধ্যে অনেকে আনন্দ পান। এই আনন্দই আপনার মধ্যে সম্পর্কের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে।
৩) বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে সম্পর্কের একঘেয়েমি কাটাতে কয়েকদিন একটু ভৌগোলিক দূরত্ব বজায় রাখুন। আলোচনার মাধ্যমে কয়েকদিন একটু আলাদা বাড়িতে থাকুন, আপনি এই বাড়িতে উনি ওই বাড়িতে বা আপনি এই ফ্ল্যাটে আর উনি ওই ফ্ল্যাটে; অবশ্যই যদি সম্ভব হয়। কারণ এই ভৌগোলিক দূরত্ব অনেক সময় সম্পর্কের মধ্যে টান বা আকর্ষণ বাড়াতে সাহায্য করে।
৪) বিরোধিতা করুন, কিন্তু সেটা থালা বাসন ছোড়াছুড়ি না করে। খাবার টেবিলে বসে মুখোমুখি বসে কথা বলুন। আর তার ঠিক পরের দিন একটা উপহার দিন। ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা জানান। আজ আপনার সঙ্গীর মনে আপনার জন্যে ভালোবাসা বৃদ্ধি করবে।
৫) আমরা কম-বেশি সবাই বিশেষ বিশেষ দিন মনে রাখি। তবে চেষ্টা করুন বিশেষ কিছু অপ্রয়োজনী দিনও মনে রাখর এবং উপহার বা কোনো বিশেষ পদ্ধতিতে নিজের সঙ্গীকেও সেই দিনটা মনে করিয়ে দিন।
৬) আবার ধরুন কোনো একদিন আপনি তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে চলে এলেন, হাতে হয়তো অনেকটা ফ্রি সময় পেয়েছেন। সেক্ষেত্রে চেষ্টা করুন সেদিনের রাতের রান্নাটা আপনি করে ফেলুন। অথবা অপনার সঙ্গীর কোনো কাজ আপনি সে বাড়িতে আসার আগেই সেরে রাখুন। এভাবে তাকে উপহার দিন। সব সময় যে কিনেই উপহার দিতে হবে এমন কোনো কথা নেই।
৭) ভালো পারিবারিক সময় কাটানোর চেষ্টা করুন। আপনার সঙ্গীর যে পরিবার তাদের সাথে সময় কাটান। তাদের খোঁজ খবর রাখুন। যাতে তাদের মনে হয় আপনি যেন ওই পরিবারেরই একজন। এভাবে দুজন মানুষ দুটি পরিবারের ক্ষেত্রে স্তম্বের মত কাজ করেন এবং দু পরিবারের মধ্যে বন্ধন সৃষ্টি করেন তাহলে সব দিক বজায় থাকে।
আমরা চাই এই পৃথিবীর সকাল মানুষ ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। এই ভালো থাকার জন্যে খুব বেশি টাকার প্রয়োজন হয়না। শুধু একটু ভালো রাখার ইচ্ছে থাকতে হয়।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।