পেট্রোল পাম্পে আপনার গাড়ির তেল চুরি হচ্ছে না তো? কিভাবে বুঝবেন? কিছু সতর্কতা অবশ্যই জেনে রাখুন। | Bidhan Saha

দিন দিন পেট্রোল, ডিজলের দাম যে হারে বাড়ছে, তাতে আমরা সবাই দিশেহারা। আমরা যারা গাড়ি চালাই তাদের যেমন অসুবিধা হচ্ছে আবার যারা গাড়ি চালান না তাদেরও অসুবিধা হচ্ছে। কারণ পেট্রোলের দাম বাড়লে তার সাথে সাথে অন্যান্য জিনিসের দামও বাড়ছে। ফলে এক কথায় আমার সবাই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। যার পিছনে অন্যতম কারণ হলো, পেট্রোল ও বিশেষ করে ডিজালের মূল্য বৃদ্ধি। তবে আজকের এই আলোচনা পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে নয়। আমরা অনেক সময় পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়ে ঠকে যাই। একে তো আকাশছোঁয়া মূল্য তার ওপর যদি পেট্রোল বা ডিজেল ভরাতে গিয়ে প্রাপ্য তেল না পাই তাহলে! কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির তেল চুরি হচ্ছে কিনা! জেনে রাখুন কিছু সঠিক উপায়।

• কিছু সতর্কতা অবলম্বন করুন:

১) প্রথমত, ধরুন আপনি পেট্রোল পাম্পে গিয়ে ৫০০ টাকার তেল ভরবেন বলে ঠিক করলেন। যিনি কর্মী তিনি ২০০ টাকার তেল দেওয়ার por ফিলিং পাইপটা বন্ধ করে দিলেন। আপনি বললেন, আমি তো ৫০০ টাকার তেল দিতে বললাম। কর্মীটি বললেন, ওহ! সরি। উনি আবার মেশিনে ২০০-র জায়গায় ৩০০ করে দিলেন। আপনি ভাবলেন যে, আপনি ২০০ + ৩০০, ৫০০ টাকারই তেল পেলেন। কিন্তু আসলে তা নয়, আপনি কিন্তু ৩০০ টাকারই তেল পেলেন। কারণ যখনই মিটারে ২০০ পর ৩০০ লেখা হলো, তার অর্থ হলো ২০০ থেকে বেড়ে ৩০০ হওয়া। তাই এক্ষেত্রে যদি কোনো কর্মী ভুলেও যান, তাহলে তাকে বলুন মিটারটা পুরো শূন্য করে তবে বাকি তেলটা আবার মিটারে ডায়াল করতে। এক্ষেত্রে আপনি পুরো তেলটাই পাবেন।

gas-station-g5d27f5433_1920_0.jpg

২) দ্বিতীয়, চেষ্টা করুন পূর্ণ সংখ্যায় তেল না নেওয়ার। চেষ্টা করুন অড ফিগারে তেল কেনার। কারণ অনেক সময় দেখা যায় যে, পেট্রোল পাম্পে মিটারে পূর্ণ সংখ্যার সাথে কারচুপি করা থাকে। ফলে আপনি যদি অড ফিগারে তেল নেন তাহলে সেই গরমিল করা সম্ভব হবে না।

৩) তৃতীয়ত, আপনি যদি বেশি টাকার তেল ভরেন তাহলে, তেল ভরতে যত ক্ষণ সময় লাগবে ওই সময়টা কখনই কর্মীর সাথে গল্প করবেন না। সব সময় চোখ রাখুন মিটার স্ক্রিনিং এর দিকে।

৪) চতুর্থত, যদি দেখেন কর্মীটি বারবার গাড়িতে তেল দেওয়ার সময় ফিলিং পাইপটি বন্ধ করে দিচ্ছেন, তাহলে তাকে আটকান। কারণ, যেহেতু মিটারে আগে থেকেই ডিজিট দেওয়া আছে তাই তার থেকে বেশি তেল কখনই গাড়িতে ঢুকবে না। তাই তাকে ফিলিং পাইপ ধরে রাখতে মানা করুন। ফিলিং পাইপ নিজে থেকে বন্ধ হয়ে গেলে সেই পাইপ তুলে নিতে বলুন।

petrol-g9f75b2771_1920_0.jpg

৫) পঞ্চামত, যদি আপনার চার চাকায় বেশি টাকার তেল ভরেন তাহলে সব সময় গাড়ি থেকে নেমে এসে দাঁড়ান।

৬) অনেক সময় চিপ লাগানো থাকে। তখন তেলের কারচুপি বোঝা সম্ভব হয়না। সেক্ষেত্রে যদি মনে হয় তেলের কারচুপি হচ্ছে তাহলে দুটো ১ লিটরের বোতল নিন। একদিন একটায় তেল ভরে আনুন, পরে আরেকদিন অন্য কাউকে দিয়ে তেল ভরে নিতে আসুন। যদি দেখেন দুটো তেলের পরিমানে ফারাক আছে তাহলেই বুঝবেন তেলের কারচুপি হচ্ছে।

refuel-gc346bbf55_1920_0.jpg

তবে এক্ষেত্রে বলে রাখার বিষয় হলো, সমস্ত পেট্রোল পাম্পে এই ধরণের কারচুপি হয়না। অনেক কর্মীরা আছেন যারা অনেক সৎ এবং মানবিক। তবুও আমাদের চেষ্টা করতে হবে যতটা সাবধানতা অবলম্বন করার।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll