আপনার স্যানিটাইজারটি আসল না নকল, বুঝবেন কিভাবে? জেনে রাখুন কিছু সহজ উপায়। | Bidhan Saha

বর্তমানে করোনা আবহে আমরা প্রত্যেকেই নিজেদের প্রতি বেশ যত্নশীল হয়ে উঠেছি। আগে আমরা পরিষ্কার-পরিচন্নতার বিষয়ে যতটা না যত্নশীল ছিলাম তার চেয়ে অনেক বেশি যত্নশীল এখন হয়ে উঠেছি। রোজকার জীবনে এখন স্যানিটাইজার এবং মাস্ক দুটি অপরিহার্য্য অংশ হয়ে গেছে। আমরা বাইরে বেরোনোর সময় অন্য কোনো জিনিস নিতে যদিও বা ভুলে যাই, মাস্ক এবং স্যানিটাইজার নিতে কিন্তু আমরা কেউ ভুলিনা। তবে একটা কথা একটু ভেবে দেখেছেন কী, আপনার স্যানিটাইজার কতটা আসল বা নকল?! কিভাবে বুঝবেন যে, আপনি যে স্যানিটাইজারটা ব্যবহার করছেন সেটা আসল না নকল! আসুন দেখা যাক বিশেষজ্ঞরা কী বলছেন।

• স্যানিটাইজার আসল না নকল, সেটা বুঝবেন কী করে! :

১) আপনি যে স্যানিটাইজারটি ব্যবহার করেন, সেটা আসল না নকল বোঝার জন্যে একটা টিসু পেপার নিন। তাতে পেন দিয়ে একটা বৃত্ত আঁকুন। সেই বৃত্তের মধ্যে দু-তিন ফোঁটা স্যানিটাইজার ফেলুন। যদি দেখেন ওই বৃত্তটা কয়েকয়েক মিনিটেই ছড়িয়ে গেলো তাহলে বুঝবেন আপনার স্যানিটাইজার আসল নয়, ভেজাল। আর যদি ছড়িয়ে না পড়ে তাহলে বুঝবেন সেটা এক্কেবারে খাঁটি।

hand-sanitizer-g29f5fbb46_1920_0.jpg

২) একটুখানি ময়দা বা আটা নিন। তাতে দু-চার ফোঁটা স্যানিটাইজার ঢালুন। এরপর ওই ময়দা বা আটাটা মাখার চেষ্টা করুন। যদি দেখেন যে ওই ময়দাটা মেখে যায় এবং লুচি করার মত আঁকার ধরণ করে তাহলে বুঝবেন স্যানিটাইজারটা আসল নয়। এতে জল মেশানো আছে। যেহেতু আসল স্যানিটাইজারে অ্যালকোহলের পরিমাম বেশি থাকে তাই ময়দা বা আটা মাখা সম্ভব নয়।

৩) আবার একটা বাটিতে কয়েক ফোঁটা স্যানিটাইজার নিন। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ওই স্যানিটাইজার শোকানোর চেষ্টা করুন। যদি খুব দ্রুত স্যানিটাইজারটি শুকিয়ে যায় তাহলে বুঝবেন এতে জলের পরিমান একদমই নেই এবং এটি সম্পূর্ণ খাঁটি।

sanitizing-g64d51d380_1920_0.jpg

৪) সর্বশেষ উপায় হলো, একটা বাটিতে কিছুটা ধুলো নিন। তার ওপর কয়েক ফোঁটা স্যানিটাইজার দিন। যদি দেখেন স্যানিটাইজার পড়া মাত্রই ধুলোটা সরে গেলো তাহলে বুঝবেন আপনার স্যানিটাইজার একদম খাঁটি। আর যদি তা সরে না যায় এবং ওই স্যানিটাইজারের ফোঁটা ধুলো জলেই মিশে যায় তাহলে তা আসল নয়।

সর্বোপরি, আমরা যদি একটু চোখ কান খোল রেখে জিনিসপত্র কেনাকাটা করি, তাহলে সহজেই আসল-নকল তফাৎ করতে পারবো। ডাক্তারদের মতে, বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াও ঠিক নয়। কারণ তাতে অ্যালকোহল থাকে। যা হাতের চামড়ার পক্ষে খুব বেশি ভালো নয়। সেক্ষেত্রে বাড়িতে থাকলে চেষ্টা করুন সাবান দিয়ে হাত ধোয়ার। বাইরে বেরোলেই একমাত্র স্যানিটাইজার ব্যবহার করুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll