বর্তমান পরিস্থিতিতে সমস্যাটা শুধু আপনার নয়, সমগ্র বিশ্বের। তাই চিন্তা যেন দুশ্চিন্তা না হয়। | Bidhan Saha
বর্তমান পরিস্থিতিতে আমাদের সবারই প্রায় মন মেজাজ খারাপ এবং নানান চিন্তার মধ্যে দিয়ে কম বেশি সকলেই দিন কাটাচ্ছি। কাল কী হবে, কিভাবে সব ঠিক হবে এসব চিন্তা ক্রমশ আমাদের দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই সমস্যা কী আপনার একার! এটা তো সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত। তাহলে আজকের দিনটাকে নষ্ট করে কালকের কথা নাই বা ভাবলেন। আসুন একটা গল্প শোনা যাক।
বন্ধুরা আজ থেকে বহুবছর আগে মোটর বাইক চালু করার জন্যে ইংরেজির Z অক্ষরের মত একটা লোহার রড ব্যবহার করা হত। যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দেওয়া হত। এই পদ্ধতি বেশ শ্রমও সময় সাপেক্ষ ছিলো। এমতাবস্থায় একজন যুবক ভেবেছিলেন যদি একটা চাবি দিয়ে এই গাড়িগুলোকে চালু করা যায়! তিনি একদিন সেই কথা তার বন্ধুদের বলেন। তারা বলেছিলেন, ওতো বড়ো বড়ো বাস, লরি কী করে ছোট্ট একটা চাবি দিয়ে চালানো সম্ভব! কখনই সম্ভব নয়। তবে ওই যুবকটি কিন্তু হাল ছাড়েননি। তিনি তার গবেষণা শুরু করছেন। সেই ছেলেটির নাম চার্লস এফ কেটেরিং, যিনি প্রথম গাড়িতে Key start বা আধুনিক রূপান্তর Self start এর সৃষ্টি কর্তা। এরপর তিনি গবেষণায় মগ্ন হয়ে গেলেন, তিনি গবেষণার জন্যে নিজের চাকরিও ছেড়ে দিলেন। কিন্তু দেখতে দেখতে ছ'মাস কেটে গেলো। আস্তে আস্তে অর্থাভাব শুরু হলো কিন্তু এদিকে গবেষণা থেকে কোনো রকম ইতিবাচক সাড়া আসছে না। তিনি আস্তে আস্তে আর স্ত্রীর গয়না বিক্রি করে দিলেন, তারপর নিজের জমি-বাড়ি সব বিক্রি করে দিলেন। এরপর উঠে এলেন গ্রামের একটা টিনের ঘরে। সেখানে গিয়ে তিনি গবেষণায় আরও মনে দিলেন এবং একদিন সেই আশ্চর্য গবেষণা সফল হলো। চারিদিকে ছড়িয়ে পড়লো তাঁর নাম। সমস্ত বড়ো বড়ো গাড়ির কোম্পানিগুলো তাঁর এই আবিষ্কারের পেটেন্ট নিতে শুরু করলেন। এভাবে তিনি আবার ঔ কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদে ফিরে এলেন। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে, তাঁর এই সাফল্যের পিছনে কে ছিলো। তিনি সেই সাংবাদিকদের তাঁর সেই টিনের ঘরে নিয়ে যান। সেখানে একটা বাক্সর মধ্যে ছোটো একটুকরো পাথর দেখান। তাতে লেখা ছিলো আজ (Today)। তিনি বলেছিলেন যে, এই আজই হলো আমার সাফল্যের চাবিকাঠি। আমি রোজ ভাবতাম আজ আমারটা আবিষ্কার হবেই। সাংবাদিকরা প্রশ্ন করলেন কতদিন ধরে ভাবছিলেন? উনি বলেছিলেন, বছরের পর বছর। কারণ আমি যেদিনই আবিষ্কার করিনা কেন, সেটা হবে আজ। আজ আমি আবিষ্কার করেছি।
• আসলে বন্ধুরা ভেবে দেখুন তো, আমরা কিন্তু কাল'কে নিয়ে বাঁচি না। পৃথিবীতে যত কাজ হয় তা সবই আজ হয়। বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরবন্দি হয়ে আছি, মাঝে মাঝে বেরোচ্ছি, কিন্তু মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারছিনা। এই রকম অবস্থায় কালকে কী হবে আমরা কেউ জানিনা, আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারিনা। কিন্তু আমাদের হাতে আজটা আছে। আজকের দিনটা আছে, তাই সেটাকে উপভোগ করুন। এই যে সমস্যা এটা কিন্তু আমাদের একার নয়। গোটা বিশ্বের সমস্যা। চিন্তা থাকবেই কিন্তু সেটা যেন দুশ্চিন্তা না হয়ে দাঁড়ায়। দৈন, অভাব আসবেই কিন্তু তাতে ভেঙে না পড়ে নিজেদের এবং পরিবারের সকলের পাশে দাঁড়াতে হবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।