হতাশ হবেন না। বর্তমান পরিস্থিতিতে কোন কোন উপায় রোজগার করা যায়, সে বিষয় জেনে নিন। | Bidhan Saha

চারিদিকে যেমন করোনার থাবা তেমনই কর্মহীনতার প্রকোপ। ছোটো বড়ো প্রায় সমস্ত কর্ম সংস্থান গুলিই  কর্মী সংকোচনের পথে হাঁটছেন। আর্থিক অভাব আমাদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে মোকাবিলা করেই আমাদের বাঁচতে হবে। আর সেই জন্যেই এই সময় কোন কোন পথে রোজগার করা সম্ভব, সে বিষয় কিছু আলোচনা করা যাক।

কোন কোন উপায় রোজগার করা যায়:

• এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্যানিটাইজার এবং মাস্ক তৈরী বা যোগানের ব্যবহার করা যেতে পারে। কারণ এই করোনা আবহে মানুষ ভীষণ সচেতন হয়ে পড়েছে। তাই তারা পরবর্তী কালেও স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করবেন।

face-masks-g8bd36d0fa_1920_0.jpg

• টিসু পেপারের ব্যবসা করতে পারেন। টিসু পেপার তৈরী এবং তা সরবরাহ করা যেতে পারে। কারণ আমরা এখন প্রতিটা ক্ষেত্রেই টিসু পেপার ব্যবহার করে থাকি।

• খাবার, ওষুধপত্র, সব্জি-ফল বাড়িতে সরবরাহ করা যেতে পারে। মানুষ এখন ভিড়ে কেনাকাটা থেকে বিরত থাকছেন।

vegetables-g41008083f_1920_0.jpg

• গাড়ি ধোয়ার কাজ করতে পারেন।

• যারা পড়াশোনার সাথে যুক্ত ছিলেন বা আছেন তারা অনলাইন ক্লাস শুরু করতে পারেন।

webinar-gbd2799835_1920_0.jpg

বন্ধুরা যাই করুন না কেন, সবার আগে নিজের এবং পরিবারের সুরক্ষা বজায় রাখার চেষ্টা করুন। সুস্থ থাকুন সাবধানে থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll