বর্তমান পরিস্থিতিতে সবাই অর্থ সংকটে আছেন। এই পরিস্থিতিতে সঞ্চয় করবেন কিভাবে? | Bidhan Saha (Think PLAN B)

বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কম-বেশি অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। চাকরি থেকে ব্যবসা সবেতেই কমেছে আয়ের পরিমান। অর্থভাণ্ডারে পড়ছে টান। তবে এই অবস্থাতে কী আমরা সঞ্চয় করবো না! আর করলেও তা কিভাবে সম্ভব! তার জন্যে দরকার কিছু মানসিক পরিবর্তন এবং বুদ্ধি নিয়ে চলা।

বর্তমান পরিস্থিতিতে কিভাবে সঞ্চয় করবেন:

১) প্রথমত বন্ধুরা মাসের শুরুতেই আপনি কোন খাতে কত টাকা খরচ করবেন সেটা একটা কাগজে লিখে নিন। আর চেষ্টা করুন সেই ধর্য্য টাকার থেকে এক টাকাও বেশি খরচ না করার। এছাড়া আরও একটা খরচ লিখে রাখুন সেটা হলো উটকো খরচ। দেখবেন কোনো না কোনো ভাবে এই উটকো খরচ আপনার হচ্ছেই। আর কোনো মাসের যদি উটকো খরচ না হয় তাহলে সেই টাকাটা থেকে গেলো। যা আপনার সঞ্চয় হিসাবে থাকলো।

income-tax-g91c89a8df_1920_0.jpg

২) ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের ব্যবহার কমান। নাগাদ অর্থ থেকে জিনিসপত্র কেনার চেষ্টা করুন। তাহলে আপনার প্লাস্টিক টাকার প্রতি আকর্ষণ চলে যাবে। ওই টাকা আপনার ব্যাঙ্কেই জমা হবে।

৩) প্রতিবেশি বাড়িতে রঙ হচ্ছে বা অন্য কিছু হচ্ছে দেখে, আপনাকেও একই জিনিস করতে হবে সেই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার উপার্জনের ওপর ভিত্তি করে আপনার জীবন টা যাপন করুন।

bust-g5032c52e0_1920_0.jpg

৪) লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমান। বাড়ির প্রতিটি সদস্য যদি প্রতিদিন এক টাকা দু টাকা করে জমান তাহলে বছর শেষ অনেক টাকার সঞ্চয় হয়। 

piggy-bank-g8023cc54b_1920_0.jpg

৫) ব্যাঙ্কের রেকারিং একাউন্টে টাকা জমানো অভ্যাস করুন। অনেক সময় আমরা টাকা ফেলিনা রেকারিং একাউন্টে। সেক্ষেত্রে চেষ্টা করুন আপনার সেভিংস একাউন্টের সাথে এই রেকারিং একাউন্ট যুক্ত করুন। ফলে একটা নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক সেখান থেকে টাকাটা কেটে নেবে।

৬) মাস্কবাড়ি বাজার থেকে সঞ্চয় করুন। এক্ষেত্রে এমন অনেক জিনিস আছে যেগুলো এক সাথে অনেকটা কিনে রাখলে নষ্ট হয়ে যায় না। তাই চেষ্টা করুন সেই রকম জিনিস বেশি করে কিনে রাখার।

এই আলোচনা জনস্বার্থে প্রচারিত। এই যে টালমাটাল অবস্থা এই অবস্থায় আমরা কেউ বিনাপয়সায় কিছু কিনতে পারবো না। এবং সমস্ত জিনিসের এখন অগ্নিমূল্য। তাই বাঁচার জন্যে সঞ্চয় করতেই হবে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll