বিপদ থেকে শিক্ষা নিন। ব্যর্থতাই পারে জীবনের মোড় ঘোরাতে। | Bidhan Saha

জীবন একটা গানের মত যে গান গাইতে গেলে আমাদের সকলেরই কোনো না কোনো জায়গায় ভুল হয়। আর এই ভুল গুলোকে আমরা যখন শুধরে নিতে না পারি বা যখন এই ভুল গুলোকে আমরা ঠিক করতে না পারি, তখনই আমাদের জীবনে নেমে আসে হতাশা ছায়া। আর আমরা সেই হতাশাকে কাটিয়ে উঠতে না পেরে বেছেনি নির্বাসনের রাস্তা। যার ফলে কেউ কেউ আত্মহননের পথে এগিয়ে যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, সবাই যদি এই ভাবেই বিপদের থেকে পালিয়ে বাঁচতে চায়, তাহলে বিপদ থেকে শিক্ষা নেবে কে?! আমাদের জীবনে যে বিপদ আসে তা আমাদের চরম শিক্ষা দেওয়ার জন্যই আসে। ফলে আপনার জীবনে আসন্ন বিপদ থেকে শিক্ষা নিন, কারণ ব্যর্থতাই পারে জীবনের মোড় ঘোরাতে। আসুন এ বিষয়ে কিছু গল্প শোনা যাক।

• একবার একটি ছেলে কোনরকম চাকরি জোগাড় করতে পারছিল না, ফলে সে যে ক্রমশ হতাশার মধ্যে হারিয়ে যাচ্ছে তা তার বাবা বুঝতে পেরেছিলেন। তিনি একদিন তার ছেলেকে ডেকে একটি পাথর দিলেন তিনি বললেন, এই পাথরটি তুমি নিয়ে গিয়ে সবাইকে দেখাও আর কেউ যদি দাম জিজ্ঞাসা করে তখন মুখে কিছু বলবে না শুধু হাত দিয়ে দুটো আঙ্গুল দেখাবে। ফলে ছেলেটি তার বাবার কথামতো পাথরটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেল। রাস্তায় ওই পাথরটি দেখলেন একজন ভদ্রমহিলা, তিনি দেখে বললেন, বাহ! বেশ সুন্দর তো। এটার দাম কত?  ছেলেটি মুখে কিছু না বলে ভদ্রমহিলাকে দুটো আঙ্গুল দেখালেন। ভদ্রমহিলা বললেন আচ্ছা দুশো টাকা, ঠিক আছে আমি রাজী এটা আমি নেব। ছেলেটি পাথরটাকে নিয়ে তার বাবার কাছে ফিরে এলো। তার বাবা তখন তাকে বললেন, তুমি এই পাথরটি কে নিয়ে মিউজিয়ামে কিউরেটরকে দেখাও। ছেলেটিও তখন বাবার কথামতো সেটাকে কিউরেটর কে দেখায়, তিনি দেখে বললেন, বাহ! খুব সুন্দর পাথর তো, এটা আমি এক্ষুনি নেব মিউজিয়ামের জন্য। কত দাম বলো? তখন ছেলেটি আবার সেই একইভাবে দুটো আঙ্গুল দেখালে কিউরেটর বললেন, আচ্ছা দু হাজার টাকা, ঠিক আছে তুমি এক্ষুনি দাও আমি এক্ষুনি এটা নেব। আবার পাথরটিকে নিয়ে বাবার কাছে ফিরে এসে সমস্ত কথাই বলল, তারপর তার বাবা বললেন, এটিকে কোন এক রত্নকর এর কাছে নিয়ে যেতে। ছেলেটি তার কথামতো রত্নাকর এর কাছে পাথরটিকে নিয়ে গিয়ে দেখালো পাথরটাকে দেখে রত্নকর তো অবাক তিনি বললেন, তুমি যা দাম চাও আমি তাই দেবো কিন্তু পাথরটিকে আমাকে দাও। তখন ছেলেটি আবার সেই দুটো আঙ্গুল দেখালে, তখন রত্নকর বললেন, দু লাখ টাকা! ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি। ছেলেটি আবার পাথরটাকে নিয়ে বাড়িতে ফিরে এলো বাবার কাছে। বাবা তখন তাকে বললেন, জীবনের মূল্য নির্ভর করে তুমি কাদের সাথে মেলামেশা করছো তাদের ওপর। কারণ যারা সবসময় তোমাকে ছোট করে ঠাট্টা করে বিদ্রুপ করে তারা তোমার জীবনের মূল্য কে ওই দু লাখ টাকার পাথরের মতো দুশো টাকায় নামিয়ে আনবে। ফলে আমাদের জীবন কতটা মূল্যবান সেটা নির্ভর করে তোমার আশেপাশের মানুষের ওপর এবং তোমার পরিস্থিতির উপর।

energy-g9cc5a0ed3_1920_0.jpg

• জার্মানির এক শহরে এক ব্যাংক ডাকাতি হয় সেখানে ব্যাংক-ডাকাতির ঢুকে ব্ল্যাংক ফায়ার করে এবং ডাকাত দলের সর্দার তখন একটি দারুন কথা বললেন,তিনি বললেন দেখুন টাকা গালে যাবে সরকারের আর প্রাণ গেলে আপনার। তাই ভেবে দেখুন কোনটাকে বাঁচাবেন। এই কথাটির মাধ্যমে তিনি সবাইকে প্রায় স্তব্ধ করে দিলেন। সবাই যে যার মত চুপচাপ শুয়ে পড়লেন ব্যাংকের মেঝেতে, এই ধরণের কথাকেই বলা হয়ে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট। এরপর ব্যাঙ্ক ডাকাতি শুরু হয় সেই সময় এক ভদ্রমহিলা মেঝেতে শুয়ে থাকার সময় তার শাড়িটা হাঁটুর ওপরে উঠে যায়। সেটা দেখে একজন ডাকাত বললেন, এই যে ম্যাডাম আপনার শাড়িটা ঠিক করুন, আমরা ডাকাতি করতে এসেছি রেপ করতে নয়। এই ধরণের ভাবনাকে বলে, দৃঢ়তা। নিজের লক্ষ্যের প্রতি দৃঢ়তা। তারপর ব্যাঙ্ক ডাকাতি করে বেরোনোর সময় ডাকাতদের মধ্যে একজন নতুন সদস্য সে এম. বি. এ পাশ। সে তাদের সর্দারকে বললো, কত টাকা আছে একটু গুণে নিই চলুন। তখন সর্দার বললেন, গোনার দরকার নেই। কিছুক্ষন পরেই টিভিতে খবরে জানা যাবে। এটাকে বলে অভিজ্ঞতা। আপনি অনেক বেশি শিক্ষিত হতেই পারেন, কিন্তু আপনার সামনের মানুষটি কম শিক্ষিত হলেও তার অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি হতেই পারে। এরপর ব্যাঙ্কে এক কর্মী ম্যানেজারকে বললেন, স্যার তাহলে পুলিশে খবর দিই, কত টাকা চুরি হলো। ম্যানেজার বললেন, কোনো দরকার নেই আমরা যে ৭০ লক্ষ্য ডলারের গরমেল করেছি সেটা এই ডাকাতির সাথে যুক্ত করে দাও। ডাকাতেরা ৯০ লক্ষ্য ডলার ডাকাতি করেছে বলে দাও। খবরে দেখানো হলো, জার্মানির অমুক শহরের ব্যাংকে ১০০ লক্ষ্য ডলার ডাকাতি হয়েছে। এটা দেখে ডাকাত দলের সর্দারের মাথায় হাত। সে ভাবলো, আমরা ঝুঁকি নিয়ে, প্রাণের বাজি লাগিয়ে মোটে ২০ লক্ষ্য ডলার ডাকাতি করলাম। আর এই ম্যানেজার শুধুমাত্র কলমের জোরে এতো গুলো টাকার গরমেল করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলো। এটাকে বলে, জ্ঞান বা নলেজ।

brain-g24596afd2_1920_0.jpg

 জীবনে আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারে। জীবনের খারাপ এবং হতাশামূলক অবস্থা থেকে এই জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বেরিয়ে আসার নামই বেঁচে থাকা।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll