কি কি কারণে মোবাইলের ব্যাটারী হঠাৎ ফেটে যেতে পারে? কিছু সাবধানতা অবশ্যই মেনে চলুন। | Bidhan Saha

মোবাইল এখন আমাদের সবারই নিত্য প্রয়োজনীয়  জিনিস। এখন আমাদের বিশেষ করে নতুন প্রজন্মের মোবাইল দিয়ে দিন শুরু হয় এবং রাতে শুতে যাওয়ার আগে মোবাইল দেখে শুয়ে যাওয়া হয়। আর এখন এই লকডাউন পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসের দৌলতে ফোন ছোটো থেকে বড়ো সবার হাতে হাতে ঘুরছে। তবে বিষয়টা হলো অনেক সময় দেখা যায় যে, ফোনের ব্যাটারী ফেটে নানা রকম দুর্ঘটনা ঘটেছে। আর এই ফোনের ব্যাটারী কেন ফেটে যায় এবং তার জন্যে কি কি সাবধানতা অবলম্বন করা উচিৎ আসুন জেনে নিই।

• কি কি কারণে মোবাইলের ব্যাটারী ফেটে যেতে পারে:

১) প্রথমত, মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার, অতিরিক্ত ব্যবহার, সারক্ষণ মোবাইল জ্বালিয়ে রাখা ইত্যাদি যেমন মোবাইলের ব্যাটারীকে প্রভাবিত করে। তেমনি বারবার মোবাইল হাত থেকে পড়ে গেলেও, ব্যাটারীর ওপর তা চাপ সৃষ্টি করে এবং ব্যাটারীতে শর্ট সার্কিট হয়ে ব্যাটারী ফেটে যেতে পারে। কারণ মোবাইলের মাদারবোর্ড খুবই সূক্ষ্ম হয়, যা সহজেই নষ্ট হতে পারে।

battery-pack-g231f319a0_1920_0.jpg

২) অত্যাধিক গেম খেলার ফলে ব্যাটারী নষ্ট হতে পারে। যে মোবাইলগুলো গেম খেলার জন্যে তৈরী হয় সেগুলোর প্রসেসর বিশেষভাবে তৈরী করা হয়। কিন্তু যেগুলো গেম খেলার জন্যে তৈরী হয় না, সেগুলোতে বেশি গেম খেললে ব্যাটারীতে চাপ সৃষ্টি করে। ফলে ব্যাটারী ফুলে যায় বা ফেটে যায়।

child-g84e3f165f_1920_0.jpg

৩) অনেকক্ষণ যদি মোবাইল ফোন রোদে ফেলে রাখা হয় তাহলে ব্যাটারী গরম হয়ে যায়। ফলে ব্যাটারী ফুলে গিয়ে অনেক সময় ফেটে যায়। সেক্ষেত্রে চেষ্টা করুন মোবাইলকে বাইরে বেরোলে ব্যাগে বা পকেটে রাখুন অথবা মোবাইলটি ব্যাগে রাখুন। তাহলে তা কিছুটা রোদ থেকে রেহাই পাবে।

৪) আমরা অনেকেই ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে একটা নির্দিষ্ট সময়ের পর সেই চার্জটা পূর্ণ হয়ে যায়। কিন্তু তার পরেও আমরা ফোন চার্জার থেকে খুলিনা। ঘুম থেকে উঠে সকালে খুলে নিই ফোনটা। এর ফলে ঔ যে চার্জ হওয়ার পরেও অতিরিক্ত চার্জ দেওয়ার ফলেও ব্যাটারী ফুলে যায়।

৫) চার্জে দিয়ে আমরা ফোনে কথা বলি বা হয়তো গেম খেলি। এর ফলে ফোনে চাপ পড়ে। আর ফোনে কথা বলার সময় তো সেটা শরীরকে স্পর্শ করে রাখে। ফলে তা আরও বিপজ্জনক।

make-a-phone-call-gac9d8ac48_1920_0.jpg

৬) অনেক সময় ফোনের নির্মাণগত কারণেও সমস্যা হয়। হয়তো ব্যাটারীর গঠনে কোনো সমস্যা থাকে তাহলে, সেক্ষেত্রে ব্যাটারী নষ্ট হয়ে যেতে পারে।

উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কেন বা কি কি কারণে মোবাইলের ব্যাটারী ফুলে যেতে পারে বা ফেটে যেতে পারে। ফলে আমরা যদি ফোনের ব্যবহারের ক্ষেত্রে উপরিক্ত বিষয়গুলি খেয়াল রাখি তাহলে আমাদের প্ৰিয় ফোন সুস্থ এবং সুন্দর থাকবে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll