বর্তমানে শপিং মলে কেনাকাটার সময় কয়েকটি সতর্কতা মেনে চলুন। জেনে নিন সেটা কি কি। | Bidhan Saha

দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হচ্ছে। যানবাহন থেকে শুরু করে সিনেমা হল, থিয়েটার, রেস্তোরা এবং শপিং মলগুলো খুলে গেছে। মানুষজন প্রায়ই এখন যানবাহনে চেপে এইসব জায়গা যাচ্ছে। তবে স্বাভাবিক ভাবে সব কিছু খুলে গেলেও, আমাদের কিছু সতর্কতা মেনে চলতেই হবে। আজকের বিষয় হলো, আমরা কি কি সতর্কতা মেনে চলবো শপিংমলে কেনাকাটা করার সময়।

শপিং মলে কেনাকাটার সময় কিছু সতর্কতা মেনে চলুন:

• দেখুন বন্ধুরা অনেক দিন পর শপিং মলগুলো খুলছে। তাই আপনাকে আপনার সুরক্ষার কথা মাথায় রেখে বেরোতে হবে। মাথায় টুপি, মুখে মাস্ক, হাতে গ্লাপ্স পরে বেরোতে হবে। হয়তো একটু কষ্টকর,  কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে জনস্বার্থের কথা। আপনাকে মনে রাখতে হবে নিজের এবং আপনার আশেপাশের মানুষদের সুরক্ষার কথা।

mask-ga5226e214_1920_0.jpg

• শপিং মলে ঢোকার সময় খেয়াল রাখুন যে, ঢোকার গেটে থার্মাল চেক আপ হচ্ছে কিনা! কারণ এর মাধ্যমে শপিং মলের কর্তৃপক্ষ এবং আপনি নিজেও নিশ্চিত হবে যে, বেশি তাপমাত্রা যুক্ত কোনো ব্যক্তি ভিতরের ঢোকেনি।

• যদি দেখেন যে, শপিং মলে খুব ভিড় তাহলে চেষ্টা করুন ভিড়টাকে এড়িয়ে যাওয়ার। একটু ভিড় কমলে ঢুকুন বা একটু বাইরে থেকে ঘুড়ে আসুন অথবা অন্য আরেকদিন আসুন। কারণ এই মুহূর্তেই ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। তবে শপিং মল কর্তৃপক্ষরাও চেষ্টা করছেন একটা নির্দিষ্ট সংখ্যাক মানুষকে শপিং মলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে।

crowd-of-people-g288bdfb24_1920_0.jpg

• এক্ষেত্রে আপনি যখন একবার শপিং মলে ঢোকার সুযোগ পেয়েছেন তখন ঘন্টার পর ঘন্টা কেনাকাটা করবেন না। যতটুকু দরকার ততটুকু কিনে বেরিয়ে আসুন। কারণ আপনি যেমন কোনো একজনের বেড়িয়ে আসার অপেক্ষায় ছিলেন, ভিতরে ঢুকবেন বলে তেমনই বাইরে আরেকজন অপেক্ষা করে আছে আপনার বেরোনোর জন্যে।

• এইসময় জামাকাপড় ট্রায়াল দেওয়ার বিষয়ে খেয়াল রাখুন। দেখুন যে, জামাকাপড় ট্রায়াল দিয়ে একজন বেরোনোর পর সাথে সাথে ট্রায়াল রুম স্যানিটাইজ করা হচ্ছে কিনা। আর চেষ্টা করুন যতটা সম্ভব ট্রায়াল না দিয়ে জামাকাপড় কেনার। এই সময় নিজের জামাকাপড়ের মাপ সম্পর্কে সচেতন হয়ে কেনাকাটা করতে যান।

• অনেক শপিং মল আছেন যারা সিদ্ধান্ত নিয়েছেন যে, ট্রায়াল দেওয়া জামাকাপড় যেগুলো হয়তো কেউ নিলো না, সেটা একটা বিনে জমা করা হয়। তারপর সেটাকে ৭২ ঘন্টা পর স্টিম আইরন করে তারপর আবার বিক্রির জন্যে রাখা হয়। সেই ট্রায়াল দেওয়া জামাকাপড় যাতে সাথে সাথে আর কেউ ট্রায়াল না দিতে পারে সেদিকে তারা খেয়াল রাখছেন।

hangers-g83ff03d8b_1920_0.jpg

• কিনে আনা জামাকাপড়টা সাথে সাথে না পরে, সেটাকে ৪৮ ঘন্টা রেখে দিন। তারপর প্যাকেটে একটু স্যানিটাইজার স্প্রে করে সেটাকে আলমারিতে তুলুন। এছাড়া চেষ্টা করুন কিনে আনা জামাকাপড় কম পাল্টানোর। কারণ আপনি যেমন অন্যের পাল্টানো জামা নিতে চাইবেন না তেমনই অন্য কেউও আপনার পাল্টানো জামা নিতে চাইবে না। বৃহত্তর স্বার্থের কথা ভেবে একটু সাবধানতা মেনে চলুন।

• যতটা সম্ভব ই-পেমেন্ট করুন। তাহলে আপনাকে অন্যের হাতে ছোঁয়া টাকায় হাত লাগাতে হবে না।

ecommerce-gfb876b369_1920_0.jpg

• চেষ্টা করুন প্যাকেট জামাকাপড় কেনা। এখন অনেক শপিং মলেই প্যাকেট জামাকাপড় পাওয়া যায়। সেগুলো কিনলে সুরক্ষা আরেকটু বৃদ্ধি পাবে।

এখানে সুরক্ষা শুধু আপনার বা আপনার পরিবারের নয়, সুরক্ষা আপনার পরিবেশে থাকা অন্যান্য মানুষদেরও। তাই উপরিক্ত আলোচিত সতর্কতা গুলি মেনে চললে আপনি এবং সবাই অনেকটা সুরক্ষিত থাকবেন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll