আপনার প্রিয় বাথরুমটি এই সময় কতটা সুরক্ষিত? এই সময় কি কি বিষয় সাবধান থাকা উচিৎ? | Bidhan Saha
আমাদের সবার কাছেই আমাদের বাড়ির চেয়ে প্ৰিয় জায়গায় আর বোধ হয় কিছু নেই। তাই আমরা সারাদিনে যতই ঘুড়ে বেড়াই না কেন, দিনের শেষে পাখির মত বাসায় ফিরে আসি। ফলে আমরা সকলেই নিজেদের প্রিয় বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর এখন তো আমরা করোনার ভয় সবাই ভীষণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শুরু করেছি। কিন্তু আমরা এতো কিছুর পরেও আমাদের বাড়ির বাথরুমটাকে যথাযথ ভাবে পরিষ্কার ও সুরক্ষিত করে রাখছি কি! এই সময় কিছু সাবধানতা অবলম্বন করুন।
এই সময় কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখা উচিৎ:
১) বাথরুমে বসে ফোন অনেকেই দেখেন। গান শোনেন, ইউটিউব দেখেন। কিন্তু এই ফোন কিন্তু আপনাকে সংক্রামিত করতে পারে। কারণ বাথরুমে ব্যবহার করা ফোন আপনি জলে ধুতে পারবেন না। সেই ফোনটাকে আপনি আবার বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন এবং তার থেকে সংক্রমন ছড়াবে।
২) বাথরুমে বসে খবরের কাগজ পড়া বন্ধ করুন। কারণ ওই খবরের কাগজ আপনি ধুতে পারবেন না। যা থেকে পরে রোগ ছড়াতে পারে।
৩) বাথরুমে ব্রাশ রাখবেন না। দরকার হলে ব্রাশটাকে শুকিয়ে পরিষ্কার করে বাথরুমে ঢোকার মুখে রেখে দিন।
৪) বাথরুমে অনেকেই মেকআপ ব্রাশ রাখেন। যা একদমই ঠিক নয়। ওই ব্রাশ ভিজে অবস্থায় সংক্রমন ছড়াতে পারে। সেটা শুকিয়ে রাখুন।
৫) অনেকেই আমরা স্নান করার সময় গায়ে সাবান মেখে লুফা ব্যবহার করি। এই লুফাটাকে আমরা ভিজে অবস্থায় বাথরুমে ঝুলিয়ে রাখি। সেটা থেকেও সংক্রমন হতে পারে। তাই সেটাকে শুকিয়ে রাখুন।
এভাবেই খুব ছোট ছোট বিষয়গুলোর ওপরই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে গেলে, প্রিয় বাথরুমটা কেউ সুস্থ এবং সুন্দর রাখতে হবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।