অনিয়মিতভাবে না বুঝে ইচ্ছে মতোন ওষুধ খাচ্ছেন কী? এর পরিনাম কী হতে পারে? | মনোবিদ কি বলছেন | Dr. Tanmoy Mitra

•অনিয়মিত ওষুধের ব্যবহার বর্তমান পরিস্থিতিতে খুব বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনোবিদদের কাছে এই অনিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার নিয়ে আসেন।

•সাত-আট বছর ধরে দেখা যাচ্ছে যে, রোগীরা ডাক্তারের কাছে আসেন দু-তিনবার চেক আপ করান, তারপর আর ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন না। এরপর কয়েক বছর পর ওই রোগীরাই মনোবিদের আছে আসেন এবং সেখানে এসে আসল কথাটা স্বীকার করেন, যে তিনি কোনো একটি ওষুধ অনিয়মিত ভাবে খেয়ে যাচ্ছেন। এমতাবস্থায় মনোবিদরা সেই ওষুধটাকে খেয়ে যেতেও বলেন না আবার বন্ধ করতেও বলেন না। মনোবিদদের মতে এই রকম পরিস্থিতিতে আপনি আপনার আগের ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

•মনোবিদরা দেখেছেন যে, অনেকেই অনিয়ন্ত্রিত ভাবে ঘুমের ওষুধ খাচ্ছেন। এবং অনেক সময় দেখা যায় দিনে যদি একটা ট্যাবলেট খেতে বলা হয়, সেখানে কেউ কেউ ছয়-সাতটা ট্যাবলেট খেয়ে নিচ্ছেন।

•যারা মানসিক সমস্যায় ভুগছেন, এমন অনেক মানুষও মানসিক রোগের ওষুধ অনিয়মিত ভাবে খেয়ে যান, ডাক্তারের পরামর্শ ছাড়াই। এবং অনেক সময় এই ব্যাপারটা অনেকেই ডাক্তারের কাছে স্বীকার করেন না। ফলে সমস্যা আরও বাড়তে থাকে।

hand-g44b4f0609_1920_0.jpg

•অনেকে ব্যথার ট্যাবলেট অথবা হজমের ট্যাবলেট অনিয়মিত ভাবে খেয়ে যান। যা পরবর্তীকালে কিডনিতে সমস্যার সৃষ্টি করে। কিন্তু অনেকে এই সমস্যাগুলোর বিষয় বুঝতে পারেন না বা বুঝতে চান না। তারা বলেন, এই ওষুধ গুলো খেয়ে তো আমি ভালোই আছি।

•বন্ধুরা দেখছেন তো, এভাবে অনিয়মিত ভাবে ওষুধ খাওয়া একদমই ঠিক নয়। আর যদিও খেয়ে থাকেন তাহলে সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তাকে খুলে বলুন আপনার এই অবস্থার কথা। তাতে চিকিৎসায় করতে অনেক সুবিধা হয়। সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।

woman-ge950e03f4_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll