মুদ্রাদোষ কি এবং কেন হয়? এটা কি মানসিক সমস্যা? | মনোবিদ কি বলছেন | Dr. Tanmoy Mitra

মুদ্রাদোষ কথাটা আমরা অনেকেই শুনেছি। আমরা এটা নিয়ে হাসাহাসি করি, আমাদের অনেকেরই মুদ্রাদোষ আছে। ছোটো-খাটো মুদ্রাদোষ হলে তা আমরা অতো তা খেয়াল করিনা। কিন্তু বড়ো মুদ্রাদোষ হলে তা আমাদের চোখে পড়ে। মুদ্রাদোষ নেই এমন মানুষ বিরল।

• যারা নিয়মিত মেট্রো ট্রেনে যাতায়াত করেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে, কালীঘাট মেট্রো স্টেশনে এসে অনেকেই প্রণাম করেন। কেউ কেউ আবার কালীঘাট স্টেশনের আগে বা পরের দু-একটা স্টেশনের আগে থেকেই প্রণাম করতে থাকে। এটাও কিন্তু একটা মুদ্রাদোষ। আর এই মুদ্রাদোষ আমাদের কথাবার্তার মধ্যেও প্রকাশ পায়। আমরা অনেকেই 'কিন্তু', 'জানতো', 'অথবা', 'মানে' এই কথা গুলো বারবার কথারপৃষ্ঠে ব্যবহার করে থাকি। এগুলোই আমাদের মুদ্রাদোষ।

woman-g7fc612177_1920_0.jpg

• দেখা গেছে যারা যত বেশি উদ্বেগে থাকেন তাদের মুদ্রাদোষ তত বেশি হয়ে থাকে। এছাড়া, যারা চালচিত্র জগতের সাথে যুক্ত হোন, তাদের ক্ষেত্রে মুদ্রাদোষের বিষয় বিশেষ খেয়াল রাখতে হয়। কারণে সংলাপ বলার সময় যাতে এই মুদ্রাদোষ না আসে মাঝখানে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে বক্তার যদি উদ্বেগ কম থাকে তাহলে সে একটা লম্বা বাক্য টানা বলে যেতে পারে। কিন্তু যদি বক্তার মধ্যে উদ্বেগ বেশি থাকে তাহলে সে বারবার মুদ্রাদোষ ব্যবহার করে এবং ছোটো ছোটো বাক্যে কথা বলে।

couple-g8ecfd5c25_1920_0.jpg

• মুদ্রাদোষ যেমন মজার তেমনি অনেকক্ষেত্রে সেটা বিপজ্জনকও হতে পারে। ফ্রয়েডের এক গবেষণা অনুসারে জানা যায় যে, এই মুদ্রাদোষের মাধ্যমে আমাদের ভিতরে যে দ্বন্দ্ব চলে সেটা বেড়িয়ে আসে। যেটাকে আমরা 'স্লিপ অফ টাং' বলে। আমাদের মনের কথা অনেক সময় মুদ্রাদোষের মধ্য দিয়ে বেড়িয়ে আসে।

people-g11540d52b_1920_0.jpg

• বাচ্চাদের ক্ষেত্রেও এই মুদ্রাদোষ দেখা যায়। ফলে বড়োদের উচিৎ বাচ্চারা কথা বলার সময় খেয়াল করা। যে বাচ্চাদের যদি কোনো মুদ্রাদোষ হয় কথা বলার সময়, তাহলে তার ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরী হচ্ছে কিনা সে বিষয় খেয়াল করুন। এভাবে বাচ্চাটির কথায় মুদ্রাদোষ কমাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll