ফ্যাশন করার জন্যে চুলে রঙ করাচ্ছেন? একবার ভেবে দেখেছেন এতে কি ক্ষতি হতে পারে! | Bidhan Saha

বর্তমানে ফ্যাশন দুনিয়ায় একটা ভীষণ চল হয়ে পড়েছে সেটা হলো, চুলে রঙ করা। নারী-পুরুষ নির্বিশেষে নিজেদের ফ্যাশনাবলে প্রমাণ করার জন্যে প্রায়ই চুলে নানা রকম রঙ করাচ্ছেন। যদিও মেয়েদের মধ্যে চুল রঙ করার চল বেশি। তবে ইদানিং পুরুষদের মধ্যেও চুলে রঙ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উপলক্ষে অনুযায়ী অনেকেই চুলে রঙ করাচ্ছেন। কেউ কেউ আবার জামাকাপড়ের রঙের সাথে রঙ মিলিয়ে চুলে রঙ করছেন। কেউ আবার মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে রঙ করান চুলে। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি যে, এই ঘন ঘন চুলের  রঙ পরিবর্তন আপনার কতটা ক্ষতি করছে?! এবার একটু ভেবে দেখুন।

• চুলে রঙ করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে:

১) আমেরিকার মেডিক্যাল জার্নাল বলছেন, চুলের রঙে যে রাসায়নিক পদার্থ থাকে তা আমাদের শরীরের এনডোক্রায়িং সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। আর এর ফলে আমাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। চুলের রঙের মূল উপাদান হলো পি পি ডি আর এই পি পি ডি আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যার ফলে আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলি উন্মুক্ত হয়ে পরে ও ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পায়।

woman-gf070463c0_1920_0.jpg

২) চুলে রঙ করার পরে অনেকেরই অ্যালার্জি হয়। সারা শরীরে অ্যালার্জি হয়েছে আবার কাউর হাঁপানিও হয়েছে, সেটাও একধরণের অ্যালার্জি। কিছু ক্ষেত্রে চোখে মুখে অ্যালার্জি হয়ে চোখ মুখ সব ফুলে গেছে। মাথার ত্বকে জ্বালা, চুলকানি, ফুসকুড়ি পর্যন্ত হয়েছে চুলে রঙ করার পর। আর এসবের জন্যে দায়ী হলো পি পি ডি, অ্যামোনিয়া ইত্যাদি।

struggle-gf58965909_1920_0.jpg

৩) চোখের ভীষণভাবে ক্ষতি করে এই রঙ। ডাক্তারি গবেষনায় দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে যে, লিউকোমিয়া এবং রক্তাল্পতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তার জন্য দায়ী হলো এই চুলের রঙ।

trauma-gc445ee18a_1920_0.jpg

• কোন জিনিসই একবার বা দু'বার করলে তা শরীরের পক্ষে ক্ষতিকর হয়না। তবে যদি আমরা সেই জিনিসটিকে বারবার আমাদের ওপর ব্যবহার করতে থাকি, তাহলে সেটা আমাদেরকে মারণ রোগের দিকে ঠেলে দিতে পারে। তাই আমাদের ত্বকের, চুলের এবং শরীরের উপর যা যা ব্যবহার করব সে বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। আরেকটা কথা বন্ধুরা, আধুনিকতা বা ফ্যাশনেবল এই দুটো জিনিসই কখনোই আপনার চুলের রং করার ওপর নির্ভর করে না। উপলক্ষে অনুযায়ী আপনার বেশ-ভূষা আপনার, চলা-বলাই এবং আপনার শিক্ষাই আপনার আধুনিকতাকে সবার সামনে তুলে ধরবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll