চোখের ছানি অপারেশন করা কতটা জরুরি? এর থেকে কি ক্ষতি হতে পারে? | Eye Cataract | Dr. Vedang Shah

ভারতবর্ষে বেশির ভাগ মানুষই চোখে ছানি পড়ার জন্যে অন্ধ হয়ে যান। দেখা যায় যে, ১.২ বিলিয়ন মানুষের মধ্যে ১২ মিলিয়ন মানুষ অন্ধ এই ছানির কারণে। এই সমস্যা অপারেশনের মাধ্যমে নিরাময় করা হয়।

• ছানি কি?

ছানি হলো আমাদের চোখের লেন্সের সামনে যখন একটা ঘোলাটে আবরণ চলে আসে। অর্থাৎ, আমাদের চোখের লেন্স মোটা হয়ে যায়। এটা বয়সের জন্যে হয়ে থাকে। তবে অনেক সময় এটা অল্প বয়সেও হয়। ডায়াবেটিসের জন্যে বা চোখে কোনো ইনফেকশন হলে সেখান থেকেই অল্প বয়সে চোখে ছানি পড়ে।

eye-gbbdedfcbb_1920_0.jpg

• কিভাবে বুঝবেন?

চোখে ছানি পড়লে চশমা পরেও ভালো করে দেখা যায় না। এক্ষেত্রে চোখের লেন্স মোটা হয়ে যায়। আপনি নিজেই দেখার সমস্যা হলে ছানি পড়েছে বুঝতে পারবেন। এছাড়া, আলোর দিকে তাকালে হ্যালুসিনেশন হয়।

• কিভাবে নিরাময় সম্ভব?

চোখে ড্রপ দিয়ে ছানি কাটা যায়, সেটা সম্ভব নয়। আবার চোখের ছানি পেকে গেলে তারপর ছানি অপারেশন করবো এই ধারণাটা ঠিক নয়। অপারেশন করার জন্যে চোখে ড্রপ দিয়ে অপারেশন করার হয়। আগে যেমন অনেকটা কেটে অপারেশন করা হত কিন্তু এখন খুব আধুনিক পদ্ধতিতেই অপারেশন করার হয়। যার ফলে পরের দিন থেকেই নিয়মিত কাজ করার সম্ভব হয়। চোখে একটা লেন্স লাগানো হয়। এক্ষেত্রে কোনো রকম ইনজেকশন ব্যবহার করার হয় না। এই লেন্সের নাম ইন্ট্রা অক্যুলার্স লেন্স। এই লেন্স মাল্টি ফোকাল লেন্স হয়। যাতে দূরে এবং কাছের জিনিস একসাথে দেখা যায়।

eye-drops-g7e60c97b3_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll