ভেন্টিলেটর কী? কিভাবে কাজ করে? কিছু ভ্রান্ত ধারণা দূর করুন। | Dr. Pushpita Mondal

আমাদের সাধারণ মানুষদের ভেন্টিলেটর নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন, আমরা অনেকেই মনে করি যে ভেন্টিলেটরে রোগীকে ঢোকালে সে আর সুস্থ হয়ে ওঠেন বা আমাদের রোগী আগেই মারা গেছে, শুধু ডাক্তারেরা টাকার জন্যে ভেন্টিলেশনে দিয়েছে। কিন্তু এই ধারণা একে বারেই ঠিক না। আসুন দেখা যাক ডাক্তারেরা কী বলছেন।

• ভেন্টিলেটর কী? এর কাজ কী?

মানুষের যখন শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয়, তখন যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে আমাদের শ্বাস যন্ত্র বা ফুসফুসকে বাইরে থেকে একটা সাপোর্ট দেওয়া হয়। আমাদের শরীরে যদি শ্বাস-প্রশ্বাসে হার বেড়ে যায়,  তাহলে এই যন্ত্র আপেক্ষিকভাবে আমাদের দম নিতে সাহায্য করে।

oxygen-gf70012b0b_1920_0.jpg

যাদের অ্যাসমা বা ক্রনিক ফুসফুসের সমস্যা আছে তাদের যদি ফুসফুসে কোনো জীবাণু ঢুকে যায় তাহলে তাদের শ্বাসের কষ্ট শুরু হয় এবং যদি এই ধরণের রোগীকে প্রাথমিক পর্যায়েই ভেন্টিলেটরে দেওয়া হয়, তাহলে তাকে বড়ো অসুখের হাত থেকে রক্ষা করা যায়। এর মাধ্যমে তাদের শরীর থেকে দ্রুত কার্বন ডাই অক্সাইড বের করা যায়।

oxygen-gddda34a4d_1920_0.jpg

যারা অ্যাসমার রোগীর তাদের শরীরে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়ে যায়, তাহলে সেটা মস্তিষ্কে আঘাত করে। মস্তিষ্কে রক্তের প্রবাহ বেরিয়ে দেয় যার ফলে রোগী কোমায় চলে যেতে পারে। শরীরে অক্সিজেনের পরিমান কমে যায়। এক্ষেত্রে ফুসফুসের কাজটা করে ভেন্টিলেটর। যাদের COPD আছে তাদেরকে বাইপ্যাপ নামক একটা ভেন্টিলেটর দেওয়া হয়। যা অতিরিক্ত হাওয়া ফুসফুসে প্রবেশ করায় এবং শরীর থেকে বেশি পরিমান কার্বন ডাই অক্সাইড নির্গত করে। 

শেষ পর্যায় ভেন্টিলেশনে দিলে তা কোনো সেভাবে রোগীকে সুস্থ করতে পারে না। কিন্তু প্রাথমিক পর্যায় ভেন্টিলেশনে দিলে তাতে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। যে সমস্ত রোগ নিরাময় যোগ্য তাদের ক্ষেত্রেই একমাত্র ভেন্টিলেশন ব্যবহার করা হয়। যেমন, ম্যালেরিয়া, ডেঙ্গু কদ ইত্যাদি। কিন্তু যে সব রোগ নিরাময় যোগ্য নয় যেমন ক্যান্সার সেক্ষেত্রে কখনই ভেন্টিলেটর ব্যবহার করা হয়না। সুতরাং, বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এই ভেন্টিলেটর একটা গুরুত্বপূর্ণ যন্ত্র।

• কেন ভেন্টিলেশনে দেওয়া হয়?

ভেন্টিলেশনে না দিলে রোগীকে জোরে জোরে শ্বাস নিতে হয়। যার ফলে ফুসফুস সহ রোগীর হৃদপিন্ডেও চাপ পরে, হৃদপিন্ডের উঠা-নামার হার কমে যায় এবং যার ফলে কিডনিও ক্ষতিগ্রস্ত হয়ে পরে।

laboratory-g33c349980_1920_0.jpg

আশা করা যায় বন্ধুরা এই আলোচনা থেকে আপনাদের মধ্যে ভেন্টিলেটরকে নিয়ে যে ভুল ধারণা ছিলো তা অনেকটাই পরিষ্কার হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুক সবাইকে ভালো রাখুন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll