শীতকালে এবার পুরুষদের রূপচর্চা। জেনে নিন কিছু ঘরোয়া উপায়। | Jinia De

শীতকালে কী শুধু মহিলাদেরই রূপচর্চার প্রয়োজন হয়! শুধু কী মহিলাদেরই ত্বকের এবং চুলের যত্ন নেওয়া উচিৎ! একদম না, এই শীতকালে শুধু মহিলা নয় পুরুষদেরও ত্বকের এবং চুলের যত্ন নেওয়া উচিৎ। অনেক পুরুষই আছেন যারা ধুলোবালিতে কাজ করেন। প্রতিদিন বাইরে বেরোতে হয়। তাদের জন্যে নিজে ত্বকের যত্ন নেওয়া খুবই দরকার।

man-g8b75980c5_1920_0.jpg

— পুরুষের রূপচর্চার কিছু সহজ ঘরোয়া উপায়:

১) অনেকেই আছেন যারা মুখে সাবান ব্যবহার করেন। আর কিছুজন আছেন যারা ফেইসওয়াশও ব্যবহার করেন। তবে যারা সাবান ব্যবহার করেন তাদেরকে সাবান ব্যবহার করতে মানা করা হচ্ছে। কারণ সাবানে PH লেভেলের পরিমান বেশি থাকে এবং ক্ষারের পরিমান বেশি থাকে। যা ত্বককে রুক্ষ আর খসখসে করে দেয়। চারকোল জাতীয় ফেইসওয়াশ ব্যবহার করলে তা ত্বকের জন্যে আরও ভালো।

২) ত্বকের মরা কোষ পরিষ্কার করুন। সেক্ষেত্রে যে কোনো স্ক্রাবার ব্যবহার করতে পারেন। বা যদি বাইরের কোনো স্ক্রাবার ব্যবহার করতে না চান তাহলে ঘরোয়া উপায় ব্যবহার করুন। সেক্ষেত্রে এক টুকরো টমেটোর সাথে চিনি লাগিয়ে আলতো হাতে গালে ঘষুন। তারপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই চিনি আপনার ত্বকের মরা কোষ পরিষ্কার করবে এবং টমেটো ত্বকের ট্যান তুলতে সাহায্য করবে। আবার চালের গুলোর সাথে একটু বেসন এবং দুধের শর মিশিয়ে নিন। তারপর তা সারা মুখে লাগিয়ে নিন। তারপর শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক পরিষ্কারও হবে এবং ট্যানও অনেকটা পরিষ্কার হবে।

tomato-g7a9951c6d_1920_0.jpg

৩) শীতকালে অনেকেরই পা ফাটার সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনারা গরম জলের মধ্যে কয়েক ফোঁটা শ্যাম্পু এবং একটু তেল দিয়ে দিন। তারপর কোনো স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষুন। তারপর পা ভালো করে শুকিয়ে বোরোলিন এমনি বা গরম করে লাগিয়ে নিন।

৪) শীতকালে ভালো করে মুখ পরিষ্কার করে সেটায় গ্লিসারিন লাগিয়ে নিন। শুধু মুখেই নয় হাতে পায়ে গ্লিসারিন লাগালেও তা ত্বককে নরম রাখে। এছাড়া গ্লিসারিনের মধ্যে একটু জল আর পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন রাতে। এর ফলে ত্বক যেমন নরম হবে তেমনি কোনো রকম ইনফেকশন থাকলে তাও সেরে যাবে।

৫) যাদের দাড়ি থাকে তাদের উচিৎ দাড়িতে লোশন লাগিয়ে রাখুন। দাড়ি অনেক নরম থাকবে।

beanie-gb2334e7a9_1920_0.jpg

৬) যদি আপনার মাথায় খুশকির সমস্যা থাকে তাহলে মাথায় শ্যাম্পু করার আগে পাতিলেবুর রস ভালো করে লাগিয়ে তারপর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুলও খুব নরম থাকবে এবং খুশকিও দূর হবে।

বন্ধুরা, খুব সামান্য কিছু জিনিস নিয়মিত মেনে চললে আপনার ত্বক ও চুল সুন্দর থাকবে যা, আপনাকেও সুন্দর রাখবে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll