লোশন না গ্লিসারিন! শীতকালে কোনটা ব্যবহার করা উচিৎ? সঠিক তথ্য জেনে নিন। | Jinia De |
শীতকালে আমরা সবাই লোশন, ক্লোড ক্রিম, গ্লিসারিন ব্যবহার করে থাকি। আমরা যে যার পছন্দ মত কোম্পানির লোশন, ক্রিম ব্যবহার করি। কিন্তু একটা বিষয় একটু খেয়াল করে দেখুন তো, এই লোশন বা কোল্ড ক্রিম খুব অল্প সময়ের জন্য আমাদের ত্বককে নরম রাখে। সারাদিনের জন্যে তা কাজ করে না। কিন্তু গ্লিসারিন এমন একটি পদার্থ যা আমাদের সারাদিনের জন্যে ত্বকে নরম রাখে। আপনি যদি রাতে গ্লিসারিন লাগিয়ে শুয়ে পড়েন, তাহলে পরের দিন সকাল পর্যন্ত আপনার ত্বক নরম থাকবে। কিন্তু গ্লিসারিন একটু চটচটে ধরণের হয়ে থাকে। ফলে আমরা অনেকেই তা সরাসরি ব্যবহার করি না। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, লোশন, অ্যান্টি এজিং ক্রিম, কোল্ড ক্রিম প্রভৃতির মধ্যেই গ্লিসারিন থাকে। ফলে বুঝতেই পারছেন যে গ্লিসারিন কতটা গুরুত্বপূর্ণ। গ্লিসারিন কী! গ্লিসারিন হলো একটা জৈব উপাদান, যা অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড দিতে তৈরী হয়।
এই গ্লিসারিনকে আপনি ক্লিনজার, টোনার, অ্যান্টি এজিং ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারেন। আবার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুলের খুশকি দূর করে। কিভাবে করবেন! জেনে নিন সঠিক উপায়:
১) ত্বককে আপনার যদি নরম করতে চাই তাহলে গ্লিসারিনের সাথে একটু জল মিশিয়ে নিন। তারপর ত্বকে লাগান। আপনার ত্বক খুব নরম থাকবে।
২) গ্লিসারিনকে ক্লিনজার হিসাবে ব্যবহার করার জন্যে গ্লিসারিনের সাথে দু-তিন চামচ দুধ নিয়ে সেটাকে তুলো দিয়ে মুখে লাগান। তারপর আধঘন্টা রেখে মুখটা ধুয়ে নিন। আপনার ত্বক যেমন পরিষ্কার হবে তেমনি নরম থাকবে।
৩) টোনার হিসাবে ব্যবহার করার জন্যে এক কাপের ১/৪ ভাগ গ্লিসারিন নিন এবং এক কাপ বা তার বেশি গোলাপ জল নিন। সেটাতে ভালো করে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে দিনে দু-তিন বার মুখে স্প্রে করুন। আপনার ত্বক নরম থাকবে এবং টোনার হিসাবেও ভালো কাজ করবে।
৪) ময়েশচারাইজার হিসাবে ব্যবহার করার জন্যে জলের সাথে গ্লিসারিন মিশিয়ে তাতে, দু-তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। গ্লিসারিন আপনার ত্বককে যেমন মসৃন করবে তেমনি পাতিলেবু ত্বকে কোনো সমস্যা থাকলে তা দূর করবে।
৫) গ্লিসারিনকে অ্যান্টি এজিং হিসাবে ব্যবহার করার জন্যে এক চামচ ডিমের সাদা অংশ নিন, তার সাথে এক চামচ মধু এবং এক চামচ গ্লিসারিন নিয়ে নিন। ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০-২৫ মিনিট রাখুন, তারপর হালকা গরম জলে মুখটা ধুয়ে নিন। এটা আপনারা রোজ করতে পারেন আর যদি মনে হয় রোজ করার সময় নেই, তাহলে অন্তত সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।
৬) ব্রণ দূর করতেও গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিনের সাথে একটুখানি কর্পূর মিশিয়ে ব্রণর স্থানে লাগান।
৭) ব্ল্যাক হেডস দূর করতেও গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিনের সাথে একটু মুলতানি মাটি আর একটু কাঠবাদাম গুঁড়ো মিশিয়ে নাকের চারপাশে লাগান। আপনি চাইলে এই মিশ্রণটি পুরো মুখেও লাগাতে পারেন। তারপর শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলুন। দেখবেন আপনার ব্ল্যাক হেডস একদম চলে গেছে।
৮) আপনার ত্বক যদি শুকনো হয় বা আপনার গোড়ালি ফাটার সমস্যা থাকে তাহলে গ্লিসারিনের সাথে একটু ভ্যাসেলিন মিশিয়ে ত্বকে এবং গোড়ালি লাগান।
৯) খুশকি দূর করতেও গ্লিসারিন সিদ্ধহস্ত। মাথার তেলের সাথে চুলের পরিমান অনুযায়ী তাতে গ্লিসারিন মিশিয়ে নিন। তারপর সেটা পুরো চুলে লাগান। আপনার চুল পড়া, খুশকি, চুল ফাটার সমস্যা সবই কমে যাবে।
বন্ধুরা, আমরা তো গরম কালে গ্লিসারিন ব্যবহার করতে পারিনা। কারণ এটা ভীষণ চকচটে হয়ে থাকে। তাই শীতকালে নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্যে গ্লিসারিন ব্যবহার করুন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর করে তুলুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।