আপনার সন্তানের কিছু দুর্দান্ত মুহূর্ত ধরে রাখার কয়েকটা কৌশল জেনে রাখুন। | Social Awareness | Bidhan Saha

আমরা সবাই নিজের বাচ্চাদের সুন্দর মুহুর্ত ধরে রাখতে চাই। আর তাই বাচ্চাদের ছবি তুলে রাখি। কিন্তু সবার পক্ষে ক্যামেরা দিয়ে বা দামী ফোন দিয়ে ছবি তোলা সম্ভব হয়না বা আমরা অনেকেই ছবি তোলায় এতো সিদ্ধহস্তও হইনা। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ ফোন দিয়েই কিছু কৌশলের মাধ্যমে সুন্দর ছবি তুলতে পারি।

• ছবি তোলার সময় চেষ্টা করুন বাচ্চাকে ফুলের নকশা করা জামাকাপড় পরানোর। তাতে ছবিতে একটা সুন্দর নান্দনিক দিক ফুটে ওঠে।

baby-gcf30df684_1920_0.jpg

• চেষ্টা করুন কয়েক সেকেন্ডে যতগুলো সম্ভব ছবি তুলুন। তারপর পছন্দ মত বেছে নিন।

• বাচ্চার পিছনে গাঢ় রঙের পর্দা বা দেওয়াল রাখার চেষ্টা করুন। তাতে ছবি অনেক উজ্জ্বল লাগে।

• বাচ্চাকে জানালার দিকে বসান। ছবি স্পষ্ট আসবে।

baby-g797e62d41_1920_0.jpg

• বাচ্চার আশেপাশে খেলনা বা রঙ পেন্সিল ছড়িয়ে রাখুন। ছবিটিকে অন্য মাত্রা দেয়।

• বাচ্চাকে ছবি তোলার সময় হাসান। বাচ্চার হাসি মুখ দেখতে আমাদের সবার ভালো লাগে।

baby-g5c649f49d_1920_0.jpg

উপরিক্ত কৌশলে ছবি তুলে ইচ্ছে মত ফিল্টার দিয়ে ছবি তৈরী করুন। যা আপনার কাছে একটা সম্পদ হয়ে থাকবে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll