শিশুদের কিছু জ্বর নিয়ে চিন্তা! একটু সচেতন থাকুন। | Dr. Santanu Ray

এখন বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এখন ভাইরাল ফিভার ছাড়াও বিভিন্ন কারণে এই জ্বর হচ্ছে। তাই ডাক্তারদের মতে বাবা-মা'দেরও এই জ্বর গুলো বিষয় কিছুটা অবজ্ঞত হওয়া উচিৎ।

এখন যে চারটি জ্বর বেশি মাত্রায় দেখা যাচ্ছে সেটা হলো, Japanese encephalitis, Dengu, Scrub Typhus, Swine flu। এই চারটি জ্বরই মহামারীর আঁকার নিতে পারে। তাই সত্বর এগুলোকে নিরাময় করা উচিৎ।

সব অসুখগুলোই যদি জ্বরে ধরা যায় তাহলে তা খুব তাড়াতাড়ি নিরাময় করা যায়। কিন্তু যদি দেরিতে ধরা পরে তাহলে এই অসুখগুলো নিরাময় করা বেশ মুশকিল হয়ে পরে। তাই যখনই জ্বর আসবে তখনই সেটাকে ম্যালেরিয়া না ডেঙ্গু সেটাকে নির্ণয় করা। তার জন্যে একটা রক্ত পরীক্ষা করা ভীষণ দরকার।

আবার অনেক জ্বর আছে যেগুলো ভাইরাল ফিভার নয়, এমনি আসে। কিন্তু অনেক বাবা-মা'রাই ভাবেন যে, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ালেই তা ঠিক হয়ে যাবে। তা একদমই ঠিক নয়। বাচ্চার শরীরে যদি ভাইরাল ফিভারের কোনো লক্ষণ ফুটে ওঠে, বাচ্চার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বা বাচ্চার দেহে টক্সিক লক্ষণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ান।

এবার ধরুন জ্বর তাও কমছে না। সারা গায়ে rash ভরে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে Scrub typhus নামক  ভাইরাল ফিভার হিসাবে তা ধরা হয়। এবং তার জন্যে প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়। এই অসুখের ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খুব দ্রুত কাজ দেয়।

ওপর দিকে Japanese encephalitis এই রোগের পরিমানও খুব বেশি পরিমানে দেখা যাচ্ছে। এক্ষেত্রে বাচ্চার জ্বর, বাচ্চার কথা বলা জড়িয়ে যাচ্ছে, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে এবং বাচ্চা কোমায়ও চলে যেতে পারে। এক্ষেত্রে ডাক্তারের সাথে সরাসরি যোগযোগ করুন।

ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গুর সাথে সাথে আরও কিছু সমস্যা লক্ষ্য করা যায়। কাওয়াসাকি রোগের লক্ষণ দেখা যায়। যা ডাক্তারি পরামর্শ নিয়ে চিকিৎসা করলে অনেকটাই তাড়াতাড়ি বাচ্চা সুস্থ হয়ে ওঠে।

Swine flu এখনও পাওয়া যাচ্ছে। যদি দেখা যায় বাচ্চার প্রচন্ড বেশি তাপমাত্রা গায়ে, শ্বাস কষ্ট হচ্ছে তখন swine flu র জন্যে পরীক্ষা করা হয়।

এসব ক্ষেত্রে মায়েদের উচিৎ বাচ্চাদের বেশি করে জল খাওয়ানো এবং জ্বর ১০০°c এর ওপরে উঠলে তবেই ওষুধ খাওয়ানো উচিৎ। যদি আরও বেশি সমস্যা দেখা যায় তাহলে সত্ত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll