শীতকালে ঠোঁটকে সুন্দর এবং নরম রাখার দুর্দান্ত কয়েকটা ঘরোয়া উপায়। | Jinia De

শীতকালে আমাদের ত্বক, চুল ও পায়ের গোড়ালি সহ ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। শীতকালে ঠোঁটে টান ধরলে বা ঠোঁট ফেটে গেলে আমরা বোরোলিন বা ভেসলিন লাগিয়ে নিই। কিন্তু তাও ঠোঁটে রুক্ষতা দূর হয়না না ফাটা ভাবটাও যায়না। অনেকের ঠোঁট ফেটে গিয়ে রক্তও বের হয়।

woman-g218606cba_1920_0.jpg

• ঠোঁটকে সুন্দর ও নরম রাখার উপায়:

১) শীতকালে প্রথমত বেশি করে জল খান। শীতকালে আমাদের শরীর আর্দ্রতা হারায়। তাই বেশি করে জল খান। আর ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে বলে, জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। যার ফলে ঠোঁটটা আরও ফেটে যায়।

২) রাত্রেবেলা সব কাজ সেরে নিয়ে একটা ছোটো বাটিতে একটুখানি দুধ এবং মধু নিয়ে তাতে তুলো ভিজিয়ে ঠোঁটটা পরিষ্কার করে নাও। আমাদের ত্বকের যেমন ক্লিনজিং দরকার ঠোঁটেরও দরকার। চাইলে পরে জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা ওই ভাবেই রেখে দিতে পারো।

cosmetics-g501b2e00c_1920_0.jpg

৩) আমাদের ঠোঁটেরও স্ক্রাবিং দরকার। তাই অলিভ অয়লের সাথে অল্প একটু চিনি বা নারকেল তেল নিয়ে ঠোঁটে হাল্কা করে ঘষে নাও। তারপর ভেজা তুলো বা নরম কাপড় দিয়ে মুছে ফেলো।

৪) পাকা পেঁপের সাথে দুধের ওপরের সরটা একটু চটকে নিয়ে ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রাখো অথবা দুফোঁটা লেবুর রসের সাথে একফোঁটা মধু মিশিয়েও ঠোঁটে লাগিয়ে একই রকম ভাবে রেখে তারপর ধুয়ে নাও।

৫) ঠোঁটেও ট্যান পড়ে তাই ঠোঁটের ট্যান তোলার জন্য গলিসারিনের সাথে লেবুর রস মিশিয়ে নিন। তারপর রাতে শোয়ার আগে তা লাগিয়ে নিন। এছাড়া গলিসারিনে সাথে বিটের রস মিশিয়ে ঠোঁটে রোজ লাগান। ট্যান তো তবেই তার সাথে সাথে আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরে আসবে।

lips-g0d3f1e0f4_1920_0.jpg

তাহলে বন্ধুরা এই ঘরোয়া উপায় গুলোকে এবার থেকে নিয়মিত ব্যবহার করে আরও সুন্দর হয়ে ওঠো।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll