Scrub Typhus — বিষয়টা কি? এর কিছু সঠিক তথ্য জেনে রাখুন। Dr. Pushpita Mondal

এখন সবাই জানেন যে, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবী অজানা রোগ, জ্বরজারিরতে সহজেই আক্রান্ত হয়ে পরে। এর ফলে সহজেই বাচ্চা থেকে বুড়ো মৃত্যুর মুখোমুখি হয়। এখন পশ্চিমবঙ্গে ডেঙ্গির প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হঠাৎ হঠাৎ করে উচ্চ মাত্রায় জ্বরের প্রকোপ দেখা যায় এবং শরীরে জলের ঘাটতি নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গি মূলত মশার কামড়ে হয় কিন্তু মশা ছাড়াও অন্যান পোকার   কামড়েও বিভিন্ন অজানা রোগের সৃষ্টি হয়। এই অজানা জ্বর গুলো যদি ঠিক সময় নির্ণয় না করা হয় বা যদি ঠিক সময় নিরাময় না করা হয় তাহলে তা মরণাত্বক হতে পারে।

ডেঙ্গি এবং Scrub Typhus এর মধ্যে পার্থক্য হলো, এটা একটা রিকেটশিয়াল ডিসিস্। যা একজন রোগীর থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় না। এই জ্বর তৈরী হয় মাইট নামক পোকার  কামড় থেকে। দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, করিয়া, প্রভৃতি দেশ গুলোতে বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়। এক্ষেত্রে এই মাইট নামক পোকাটি যখন কাউকে কামড়ায় তখন দেহে একটা ফুসকুড়ি মত তৈরী হয় আর সেখান থেকেই জ্বরের উৎপত্তি হয়।

• রোগের লক্ষণ:

Scrun Typhus এর ক্ষেত্রে রোগীর শরীরে সাত-আটদিনের জ্বর এবং কোনো রকম সর্দি-কাশির উল্লেখ থাকে না। যদি ঠিক সময় এই রোগ নির্ণয় এবং নিরাময় না করা হয় তাহলে রোগীর কিডনি, ফুসফুস আক্রান্ত হতে পারে এমন কি রোগী কমায়ও চলে যেতে পারে।

এই রোগের ক্ষেত্রে সারা দেহে লাল ফুসকুড়ি সৃষ্টি হয়, ডেঙ্গির ক্ষেত্রে এই লাল ফুসকুড়ি অনেক পরে আসে কিন্তু scrub typhus-র ক্ষেত্রে ফুসকুড়ি আগেই দেখা যায়। রোগীর লিম গ্রন্থী ফুলে ওঠে এবং সারা দেহে ব্যথা অনুভূত হয়। এর ক্ষেত্রে শরীরের কোনো অংশ পোকা কামড়ানোর কালো দাগ দেখা যায়।

• রোগ নির্ণয়:

যদি কোনো রোগী সাত-আটদিনের জ্বর নিয়ে হাসপাতালে আসেন তাহলে তাকে ডোক্সি সাইক্লিন। যার ফলে সাত-আটদিনের অজানা জ্বর এক-দুদিনের মধ্যেই কমে যায় এবং কিডনি, যকৃৎ, ফুসফুস আক্রান্ত হওয়ার থেকে অনেকটাই মুক্তি পায়।

ছোটো বাচ্চা সাত-আটদিন জ্বর কমছে না, গলার গ্রন্থী ফুলে গেছে এবং গায়ে পোকা কামড়ানোর কালো দাগ থাকলেই ডাক্তাররা Scrub Typhus বলে মনে করেন।

 

সুতরাং বন্ধুরা Scrub Typhus একটি নিরাময় যোগ্য ব্যাধি। সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হলে বা ডাক্তারের সাথে যোগযোগ করলে এই রোগ খুব তাড়াতাড়ি নিরাময় করা যায়। যদি সময় মত নিরাময় না করা যায় তাহলে তা মারণ ব্যাধির আঁকার নিতে পারে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll