মুখমন্ডলে ব্যথা কেন হয়? কাদের হয়? কিভাবে নিরাময় করা যায়? জেনে নিন সঠিক তথ্য। | Trigeminal Neuralgia | Dr. Chinmoy Roy

আমাদের শরীরে বিভিন্ন অংশে নানান কারণে ব্যথা হতে পারে। এর মধ্যে কিছু ব্যথা নিয়মিত ওষুধ ও ব্যায়ামের মাধ্যমে সরানো যেতে পারে। কিন্তু কিছু কিছু ব্যথা আছে যা ওষুধে বা ব্যায়ামের মাধ্যমে সহজে নিরাময় করা সম্ভবপর হয়না। সেক্ষেত্রে বিশেষ চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে হয়। সেই রকমই একটি ব্যথা সম্পর্কে আমরা আজ জানবো। মুখমন্ডলে ব্যথা বা Trigeminal Neuralgia

• মুখমন্ডলের ব্যথা বা Trigeminal Neuralgia কী?

 

আমরা যদি আমাদের মুখমন্ডলকে তিনটি ভাগে ভাগ করি, যথা- চোয়ালের অংশ, মধ্যবর্তী মুখের অংশ এবং কপালসহ চোখের অংশ। এক্ষেত্রে চোয়ালের এবং মধ্যবর্তী মুখের অংশে ব্যথা দেখা যায়। এই ধরণের ব্যথার তীব্রতা খুব বেশি হয় এবং এই ব্যথা স্বল্পস্থায়ী হয়ে থাকে। এক্ষেত্রে ব্যথা বৈদুতিক শকের মত অনুভূত হয়ে থাকে। অনেকেই একে দাঁতের ব্যথা ভেবে বহুদিন ধরে দাঁতের চিকিৎসা করান।

 

• Trigeminal Neuralgia কাদের হয়?

 

অল্পবয়সী ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষদের মধ্যে এই সমস্যা দেখা যায়।

 

• Trigeminal Neuralgia কেন হয়?

 

১০০% কোনো নির্দিষ্ট কারণ নেই এই সমস্যার পিছনে। এটা বিভিন্ন কারণে হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমাদের মস্তিষ্কের ভিতরে Trigeminal স্নায়ু থাকে। এই স্নায়ুর ওপর যখন কোনো শিরা অথবা ধমনী চাপ দেয় তখন এই ব্যথার উৎপত্তি হয়।

 

• কিভাবে চিকিৎসা করা হয়?

 

সাধারণত এক্ষেত্রে রোগীর সমস্যা শুনে তবেই চিকিৎসা করা হয়। মুখমন্ডলের ব্যথার ক্ষেত্রে চিকিৎসার আগে একটা এম. আর. আই করা হয়, কোনো রকম টিউমার বা দুশ্চিন্তার কারণ আছে কিনা, তা দেখার জন্যে। বিভিন্ন রকম স্নায়ুর ওষুধ দিয়ে প্রাথমিক ক্ষেত্রে ব্যথা কমানো হয়। ওষুধের মাধ্যমেই অনেকে সুস্থ হয়ে যান। তবে যারা ওষুধে সুস্থ হোন না, তাদের ক্ষেত্রে ইনজেকশনের ব্যবস্থা আছে। আমাদের যেখানে Trigeminal স্নায়ু আছে সেখানে রেডিও ফ্রেকুয়েন্সি রে দেওয়া হয়। এই পদ্ধতি কয়েক ঘন্টায় সম্পন্ন হয়ে থাকে। তার জন্যে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে না। এছাড়া সর্বশেষ পদ্ধতিটি হলো অপারেশন। তবে অল্প বয়সীদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। আর বয়স্ক মানুষদের জন্যে দ্বিতীয় পদ্ধতিটি শ্রেয় বলেই মনে করেন তারা।

 

আশা করি বন্ধুরা Trigeminal Neuralgia বা মুখমন্ডলের ব্যথা সম্পর্কে আপনাদের অনেকটাই ধারণা হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll