কাঁধে ব্যথা কেন হয় এবং কাদের হয়? কিভাবে এই ব্যথা নিরাময় করা সম্ভব? | Frozen Shoulder | Dr. Chinmay Roy
Frozen shoulder একটি খুব চেনা জানা শব্দ। আমরা কম-বেশি সবাই এই শব্দটির সাথে পরিচিত। তবে এটা সম্পূর্ণ ডাক্তারি শব্দ নয়। আজ আমরা জানবো এই Frozen Shoulder টা কি? এটা কাদের হয় এবং কিভাবে নিরাময় করা সম্ভব?
• Frozen Shoulder কি?
এক্ষেত্রে রোগীর হাতের সঞ্চালনে অসুবিধা দেখা দেয়। অর্থাৎ সাধারণ মানুষ আমরা সবাই হাত ওপরে তুলতে পারি, নীচে নামাতে পারি, সহজে পাশে হাতের সঞ্চালন করতে পারি। কিন্তু এই রোগের ক্ষেত্রে রোগী একটা উচ্চতা পর্যন্ত হাত তুলতে পারে, তার ওপর আর হাত ওঠেনা এবং জোর করে ওঠাতে গেলে কাঁধে ব্যথা লাগে। অর্থাৎ কাঁধের সঞ্চালনে অসুবিধা হচ্ছে।
• কাদের এই সমস্যা হয়?
যাদের ডায়াবেটিক আছে, থাইরয়েড আছে ( হাইপো বা হাইপার দুটোই হতে পারে), হার্টের সমস্যা আছে তাদের মূলত এই রোগ দেখা দিতে পারে। বিশেষ করে সেটা যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েড হয়। আবার যাদের স্ট্রোক হয়েছে বা হাতে ব্যথা লেগেছে তার ফলে বহুদিন শয্যাশয়ী আছেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। Frozen Shoulder মূলত মেয়েদের মধ্যেই বেশি হয় বিশেষ করে মধ্যবয়সী মহিলাদের। এক্ষেত্রে একদিকেই এই ব্যথা শুরু হয় কিন্তু চিকিৎসা না করালে তা আরেকটি কাঁধের সঞ্চার হতে পারে।
• কিভাবে নিরাময় করা সম্ভব?
প্রথমক্ষেত্রে ব্যায়াম এবং কিছু পেইন কিলার দিয়েই এই রোগ সরানো হয়। এক্ষেত্রে ৫০% মানুষ এই প্রথম প্রক্রিয়াতেই রোগ মুক্ত হোন। তবে যাদের ক্ষেত্রে এই প্রথম পদ্ধতি কাজ করে না তাদের জন্যে তখন দ্বিতীয় পদ্ধতি শুরু করা হয়। এক্ষেত্রে কিছু ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনের আলাদা আলাদা ভাগ হয়। কখনও রোগীর নিজের রক্ত নিয়েই তার থেকে প্লেটলেট নিয়ে রোগীর কাঁধে ইনজেকশনের সাহায্যে দেওয়া হয় বা কখনও স্টেরয়েডও দেওয়া হয়ে থাকে। অনেকেই পদ্ধতিতে সুস্থ হয়ে ওঠেন। আর যারা এই পদ্ধতিতেও সুস্থ হতে পারেননা তাদের ক্ষেত্রে তখন অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।