ঘরের মেঝের তেলচিটে ছোপ দূর করার সহজ উপায়। | JINIA’s Tuki Taki

সুন্দর চকচকে মেঝে কারই না ভালো লাগে বলুন! যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো মেঝে সব সময়ই পরিষ্কার এবং জীবাণু মুক্ত করে রাখতে হয়।অনেক সময় মেঝেতে চোপ চোপ দাগ হয়ে যায়। অথবা ভালোভাবে পরিষ্কার না হলে তেলতেলে হয়ে থাকে। যাদের টাইলস থাকে বা মার্বেল থাকে আবার প্লেইন মেঝের ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় মোছার ভুলের জন্যে হতে পারে। যে কাপড় দিয়ে মুছেন সেটা যদি ঠিকভাবে পরিষ্কার না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। অনেক দামী লিকুইড সাবান বা ফিনাইল ব্যবহার করেও অনেকক্ষেত্রে তেমন কোনো ফল পাওয়া যায় না। তাই আমাদের বেঙ্গল ফিউশনের তরফ থেকে রইলো ঘরের মেঝে পরিষ্কার এবং সুন্দর রাখার সহজ উপায়।

মেঝে পরিষ্কার রাখার সহজ উপায়:

১) যাদের বাড়িতে সাদা টাইলস বা মার্বেল আছে, লক্ষ্য করলে দেখা যাবে তাতে সাদার ওপর একটা আস্তরণ পড়েছে। এটা ক্ষেত্রে জলের মধ্যে ব্লিচ পাউডার মিশিয়ে মেঝে মুছলে কিংবা জলের মধ্যে কয়েকফোঁটা ভিনিগার মিশিয়ে সাদা  টাইলস বা মার্বেল মুছলে তা সাদা চকচকে হয়ে যায় এবং সাদার ওপরে যে লালচে বা হলদেটে আস্তরণ পরে তা উঠে যায়। তবে এটা প্লেইন মেঝের ক্ষেত্রে ব্যবহার করবেন না।

২) বাসন মাঝা সাবান জলে গুলে যদি টাইলস বা মার্বেল অথবা যদি প্লেইন মেঝে মোছা যায় তাহলে তা পরিষ্কার ও চকচকে হয়ে যায়।

cleaning-g15694886b_1920_0.jpg

৩) যাদের লাল মেঝে আছে তাদের ক্ষেত্রে জলে কয়েকফোঁটা কেরোসিন তেল ফেলে সেই জল দিয়ে মেঝে মুছুন। এতে মেঝেও পরিষ্কার থাকবে এবং কোনো পোকামাকড়ের উৎপাদও থাকবে না।

৪) জলে সামান্য লবন মিশিয়ে ঘরের মেঝে মুছুন। তাতে মেঝেও পরিষ্কার হবে এবং লবন জীবাণু মুক্ত করে।

৫) অনেকের বাড়িতেই টাইলসে স্ক্র্যাচ থাকে। সেখানে বরার দিয়ে মুখে দেখুন, অনেকটা হালকা হয়ে যাবে।

floor-g39bd9c6e4_1920_0.jpg

এভাবেই ছোটো ছোটো ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের ঘরের মেঝে সুন্দর এবং জীবাণুমুক্ত করে রাখতে পারবেন।

 

 

 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll