বাথরুমের স্টিলের কলের ম্যাড়ম্যাড়ে দাগ তোলার ঘরোয়া উপায় | Jinia’s Tuki taki

আমাদের বর্তমানে বেশির ভাগ মানুষেরই বাথরুমে স্টিলের কল ব্যবহার করি। সুন্দর করে বাথরুম সাজাই। কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় জল লেগে লেগে ওই স্টিলের কোলে একটা ম্যাড়ম্যাড়ে দাগ পড়ে যায়। এবং কলের উজ্জ্বলতা ক্রমশ কমে আসে। সাবান দিয়ে ধুলেও তা ঠিক হয়না। অনেক কিছুই ব্যবহার করেও মনের মত ফল পাওয়া যায় না। দামী দামী টয়লেট ক্লিনার ব্যবহার করেও কিছুতেই কাজ হয়না। কিন্তু আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের স্টিলের কল আবার আগের মত চকচক করতে পারে। তার জন্যে খুব সহজ একটি পদ্ধতি রইলো।

background-ga38a0050c_1920_0.jpg

• একটা বাটিতে বেকিং সোডা (খাওয়ার সোডা) নিয়ে তার সাথে একটা কি দুটো পাতিলেবুর রস মিশিয়ে নেবে। দেখবে সাথে সাথে ফ্যানা ফ্যানা মত হয়ে যাচ্ছে। এবার ওই মিশ্রণটাকে স্ক্র্যাবার দিয়ে ভালো করে কলের গায়ে হালকা করে লাগিয়ে দিতে হবে। তারপর ৩০ মিনিট রেখে, ওই বাটিতেই একটু ভিনিগার নিয়ে সেই স্ক্র্যাবার দিয়েই হালকা করে ঘোষতে হবে। বেশি জোরে ঘোষবেন না তাহলে জেল্লা আরও কমে যাবে। কিছুক্ষণ ঘোষার পর খেয়াল করবেন আশ্চর্য রকম ভাবেই কলের উজ্জ্বলতা ফিরে আসছে। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে দিন। আপনার স্টিলের কল তার উজ্জ্বলতা আর সৌন্দর্য দুটোই ফিরে পাবে।

 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll