বোলতা বা বিছে কামড়ালে তৎক্ষনাৎ কি করা উচিৎ? | Jinia De

আমাদের জীবনে ছোটো বড়ো অনেক ধরণেরই বিপদ আসে। তাদের কিছুর বড়ো বড়ো সমাধান হয় আবার কিছু ছোটো ছোটো। আমাদের আসেপাশে বহু ধরণের পতঙ্গ এবং জীব ঘুড়ে বেড়ায়। কিছু আমাদের জন্যে উপকারী আবার কিছু অপকারি। এই অপকারি জীব বা পতঙ্গ মানুষকে কামড়ালে তা বেশ যন্তনাদায়ক কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। তার মধ্যে দুটি হলো, বোলতা এবং বিছে।

এই বোলতা অথবা বিছে কামড়ালে তা ভীষণ কষ্টদায়ক। অনেক সময় সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হয়।

• এক্ষেত্রে পেঁয়াজের রস করে যেখানে বোলতা বা বিছে কামড়েছে সেখানে চেপে ধরুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই জ্বালা এবং ব্যথা অনেক কমে যাবে। দ্রুত উপশমও পাবেন।

onion-g71186981d_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll