রান্নাঘরের তেলচিটে বেসিন বা সিঙ্ক পরিষ্কারের সহজ উপায়। | JINIA’s Tuki Taki

 

১) বাড়িতে পাতিলেবু থেকে রস বের করে নিয়ে সেই খোসাটা ফেলে না দিয়ে রেখে দিন। একটা গোটা পাতিলেবুর তিনটে মত খোসা নিন। আপনার বেসিনে সব কাজ হয়ে গেলে ভালো করে ওই খোসা গুলো দিয়ে বেসিনে ঘষে দিন। তারপরে জল দিয়ে ধুয়ে দিন। আপনার বেসিন অনেকটা তেল মুক্ত হয়ে যাবে এবং সহজে বাসনের তেল বেসিনে ধরবে না।

ginger-g4c23d7ded_1920_0.jpg

২) সপ্তাহে একদিন কাপড় কাচার সাবান জলে গুলে একটা স্ক্র্যাবার বা নরম কাপড় দিয়ে পুরো বেসিনে ঘষুন। অপনার বেসিনে যে নোংরা জমে তাও উঠে যাবে খুব সহজে।

washing-powder-ga94a2a32d_1920_0.jpg

এভাবেই আপনি খুব সহজ এবং ছোটো ছোটো উপায় আপনার নিজের রান্নাঘর সহ সম্পূর্ণ ঘরকে এবং নিজেকে সুন্দর রাখতে পারেন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll