দুধ খাওয়ার সঠিক নিয়ম ও সঠিক সময় কোনটা? | JINIA’s Tuki Taki | Jinia De

আমারা অনেকেই দুধ খেতে ভালোবাসি আবার অনেকেরই দুধ খেলে সহ্য হয়না। কিন্তু যাদের দুধ খেলে কোনো সমস্যা তাদের ক্ষেত্রে দুধ খাওয়ার সঠিক নিয়ম ও সঠিক সময় খেয়াল রাখা দরকার।

সকাল বেলায় জলখাবার খাওয়ার সময় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ খাওয়া উচিৎ। সকাল বেলায় দুধ খেলে সারাদিনের শরীরে প্রোটিনের খাটতি পূরণ করে। এবং সারাদিনের কাজের শক্তির যোগান দেয়।

milk-gda2d2a8e6_1280.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

রাতে ঘুমাতে যাওযার আগে দুধ খেলে রাতে ঘুম খুব ভালো হয়। কারণ দুধে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের মস্তিকের সেরাডোনিন হরমোন নির্গমে সাহায্য করে।

baby-gfdedeb5bb_1920_0.jpg

তাই যাদের দুধ খেলে কোনো রকম গ্যাসের সমস্যা হয়না তারা অবশ্যই দিনের এই দুটি সময়ের যেকোনো একটি সময় এক গ্লাস করে দুধ খান।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll