রান্নাঘরের তেলচিটে কাপড় সাবান ছাড়া কিভাবে ধোবেন। | JINIA’s Tuki Taki | Jinia De

আমরা রান্না ঘরে সকলেই বাসন মোছা, তেলকালি মোছার জন্যে ছোটো ছোটো কাপড় ব্যবহার করে থাকি। আর এই কাপড় গুলো তেলচিটে হয়ে যায়। সাবান দিয়ে পরিষ্কার করলেও তা সম্পূর্ণ পরিষ্কার হয়না সব সময়। তাই আজ জানবো, সাবান ছাড়া কিভাবে এই তেলচিটে কাপড় ধোয়া সম্ভব।

• এক্ষেত্রে আমরা ভাতের গরম ফ্যানের মধ্যে ওই তেলচিটে কাপড় গুলো ডুবিয়ে রাখুন। তারপর ফ্যান থেকে তুলে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে নিন। আপনার তেলচিটে কাপড় একদম পরিষ্কার হয়ে যাবে, সাবান ছাড়াই। তবে ফ্যানের মধ্যে সাবান দেবেন না। তাতে ওই কাপড়টা আরও হড়হড়ে হয়ে যাবে। পরিষ্কার করতে বেশ অসুবিধা হবে তখন। 

lost-places-gfb309396f_1280_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll