কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে কি কি কাজে লাগানো যায়। | Jinia De

দুধ কেটে গেলে আমরা অনেকেই তাতে চিনি দিয়ে মিষ্টি মত বানাই। কিন্তু এটা ছাড়াও আরও কি কি কাজে এই কেটে যাওয়া দুধ ব্যবহার করা যায় আসুন দেখা যাক।

• কেটে যাওয়া দুধ কি কি কাজে ব্যবহার করা যায়:

১) ওই কেটে যাওয়া দুধ আমরা ত্বকে লাগাতে পারি তাহলে ত্বকের উজ্জ্বলতা বহু গুণ বেড়ে যায়।

glass-g8bc389d6d_1920_0.jpg

২) কেটে যাওয়া দুধ দিতে চীজ বানানো যায়।

৩) কেটে যাওয়া দুধ আপনার বাড়ির বিড়ালকে দিলে সে খেতে খুব ভালোবাসবে। কারণ বিড়াল কেটে যাওয়া দুধ খেতে খুব ভালোবাসে।

cheese-platter-g893e71a43_1280.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। তাহলে কেটে যাওয়া দুধের নানাবিধ ব্যবহার রইলো।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll