আপনি অজান্তেই নিজেকে ঠকাচ্ছেন না তো? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee

জীবনে আমরা সবাই কখন না কখন ফাঁকি দিয়েছি,  সেটা পড়াশোনায় বলুন বা কর্মক্ষেত্রে। কিন্তু জানেন কি এই ফাঁকি আসলে আমরা নিজেদের দিয়ে থাকি। জীবনে কোনো না কোনো স্তরে এই ফাঁকি বা ঠকানো আমাদের কাছেই বড়ো সংকট হয়ে ফিরে আসে। আজকে আমরা এমনি একজন কাঠ মিস্ত্রির কথা জানবো।

• একজন কাঠ মিস্ত্রি ছিলো। তার হাতের কাজ এতো ভালো ছিলো যে সবাই ধন্য ধন্য করতো। এভাবে ত্রিশ বছর কাটে। কাঠ মিস্ত্রি ভাবেন যে এবার তিনি অবসর নেবেন। তার একজন মালিক ছিলো, সে সেই মালিককে গিয়ে বললো যে, এবার আমি আর কাজ করবো না আমি অবসর চাই। আমি আমার পরিবারকে সময় দেবো এবং বিশ্রাম করবো। মালিক বললেন যে, তোমার ইচ্ছে আমি আর কি বলবো। তবে যাওয়ার আগে একটা বাড়ি আমি তৈরী করবো ভেবেছি ওটা তৈরী করে দিয়ে যাও। অগত্যা পুরনো মালিক তাই না বলতে পারলো না। ফলে সে সেই বাড়িটা তৈরী করতে গেলো। মিস্ত্রি মনে মনে ভাবলো যে, আবার সেই ছয়-সাত মাস সময় লাগবে। তাই সে তাড়াতাড়ি করে কাজ করতে লাগলো। আগের মত ভালো কাঠ, ভালো আঠা না নিয়ে সে হাতের কাছে সস্তার যা জিনিস পেলো তাই দিয়ে বাড়ি বানিয়ে দিলো তিন-চার মাসের মধ্যে। ফিরে এলো মালিকের কাছে, বললো বাড়ি তৈরী করে দিয়েছি, এবার আমায় ছুটি দিন। মালিক তখন পকেট থেকে চাবি বের করে দিলো তাকে আর বললেন এটা তোমার জন্যেই আমি বানিয়েছি। মিস্ত্রি তো অবাক সে বুঝতে পারলো সে আদৌ কি করেছে, তাই সে চুপচাপ কিছু না বলে চাবিটা নিয়ে বেরিয়ে গেলো।

goal-gbd4e3cf37_1920_0.jpg

আশা করি বন্ধুরা এই গল্পটা আপনাকে একটা শিক্ষা দিয়ে গেলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll