শীতকালে ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে গেলে চটজলদি কি করবেন? | JINIA’s Tuki Taki

শীতকালে আমরা অনেক সময় দেখি ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে। হাতে হয়তো সময়ও কম। বিশেষ কিছু করার সময় নেই। তাহলে চটজলদি কিছু উপায় জেনে নিন।

• নারকেল তেলের সাথে পাকা কলা ভালো করে মিশিয়ে মুখে, হাতে পায়ে লাগিয়ে চুপচাপ আধ ঘন্টা বসে থাকুন। তারপর ধুয়ে নিন। আপনার ত্বক অনেক নরম এবং উজ্জ্বল হয়ে উঠবে।

food-g18fccc998_1920_0_0.jpg

bananas-g58feb1b11_1920_0.jpg

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll