বুদ্ধিমান কে? যার সঠিক সময়ে উপলব্ধি হয়। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee
জীবন আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায়। কখনও তা ভালো আবার কখনও তা খারাপ। আর এই খারাপ ভালো পরিস্থিতিতে যে বা যারা সময় এবং সুযোগের উপলব্ধি করতে পারে তারাই আসল বুদ্ধিমান। পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আমাদের সবারই উপস্থিত বুদ্ধি প্রয়োজন। যারা সময় মত উপস্থিত বুদ্ধি বের করতে পারে তারাই সব ক্ষেত্রে এগিয়ে যায়। আসুন এবিষয়ে একটা গল্প শোনা যাক।
• এক গ্রামে এক বয়স্ক দম্পতি থাকতেন। তারা বেশ ধার্মিক ছিলেন এবং সারাদিন পুজো-পার্বন নিয়ে ব্যস্ত থাকতান। সন্ধেবেলায় এক গুরুর কাছে সৎসঙ্গ করতে যেতেন এবং রাতে ফিরে খেয়ে শুয়ে পড়তেন। এইভাবে জীবন কাটছিলো তাদের। একদিন ওই বয়স্ক ভদ্রলোক মেলা থেকে একটা টিয়া পাখি কিনে আনলেন। সেটা দেখা তার স্ত্রীও খুব খুশি। পাখিটি মানুষের মত কথা বলতে পারতো। পরের দিন ওই স্বামী-স্ত্রী যখন সৎসঙ্গে যাচ্ছেন সেই সময় পাখিটা তাদেরকে বললো, তোমরা তো গুরুর কাছে যাচ্ছো তো, তোমাদের গুরুকে জিজ্ঞাসা করো যে, আমি কবে স্বাধীন হবো? কবে আমি এই খাঁচা থেকে মুক্তি পাবো? বয়স্ক লোকটি বললেন, ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো। সৎসঙ্গ শেষ হওয়ার পর ওই স্বামী-স্ত্রী গুরুজীকে পাখিটির বিষয় সব বললেন এবং তার প্রশ্নটাও জিজ্ঞাসা করলেন। গুরুজী প্রশ্নটা শুনে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। সাথে সাথে সবাই এসে গুরুদেবের চোখে মুখে জল ছেটালেন। বয়স্ক স্বামী-স্ত্রী ফিরে এলেন বাড়িতে। পাখিটি গুরুদেব কী বললেন জিজ্ঞাসা করায় তারা গুরুদেবের অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টা বললেন। তারপর ওই স্বামী-স্ত্রী রাতে খেয়ে ঘুমিয়ে পড়লেন। পরেরদিন যখন তারা আবার সৎসঙ্গে যাচ্ছিলেন দেখলেন পাখিটা খাঁচার ভিতর মরে পড়ে আছে। বয়স্ক স্বামী-স্ত্রী দেখে খুব কষ্ট পেলেন এবং খাঁচাটা খুলে দিলেন। সাথে সাথে হঠাৎ করে পাখিটা উড়ে গেলো। বয়স্ক স্বামী-স্ত্রী বেশ রেগে গেলেন। ভাবলেন পাখিটা তাদেরকে ঠকালো। এই ঘটনার পর তারা গুরুজীর কাছে গেলেন এবং গুরুজীকে সমস্ত বিষয়টা বললেন। সব শুনে গুরুজী বললেন, আমি কাল তোদের এটাই বোঝাতে চেয়েছিলাম যে একমাত্র অজ্ঞান হয়ে গেলেই তোমরা ওর খাঁচা খুলে দেবে। এটা তোমরা বুঝতে পারোনি কিন্তু ওই পাখিটা ঠিকই বুঝেছে।
• বন্ধুরা এই গল্পটার পিছনে যে আসল কথাটি হলো, সময়কে বুঝতে শেখা। সময়কে উপলব্ধি করে আমরা যদি সুযোগ এবং নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারি তাহলে যেকোনো সমস্যা থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।