লকডাউন মানে কি কালো বিন্দু! অন্য কিছু ভাবতে শিখুন। | মনোবিদ কি বলছেন | Dr. Kedar Ranjan Banerjee

লকডাউন! লকডাউন! চারিদিকে শুধুই লকডাউন। খবর চালালেই লকডাউন, খবরের কাগজ খুললে লকডাউন। উপরন্তু, এখন যদি কাউকে লকডাউন নিয়ে কোনো রচনা লিখতে দেওয়া হয়, তাহলে সে হয়তো ২০ তে ১৮ পাবে। আমরা এতোটাই লকডাউন সম্পর্কে জানি। তবে একটু ভেবে দেখুন তো, আমরা শুধুই লকডাউন দেখছি। তার পাশাপাশি যে সমস্ত ভালো জিনিস হচ্ছে তার দিকে আমরা নজর দিচ্ছি না। আসুন একটা গল্প শোনা যাক।

• একদিন ক্লাসে মাস্টারমশাই বললেন, তোমাদের আজ পরীক্ষা নেবো। ছাত্ররা তো শুনেই হই হই করে উঠলো। বললো, স্যার আমরা তো পড়ে আসিনি, আপনি তো আগে থেকে কিছু বললেননি। মাস্টারমশাই বললেন, না না পড়াশোনার পরীক্ষা নয়। আমি তোদের একটা করে প্রশ্নপত্র দেবো। সেটা দেখে লিখে জমা দিয়ে দে। এই বলে মাস্টারমশাই এক দিস্তা প্রশ্নপত্র বের করলেন। প্রত্যেকটা সাদা প্রশ্নপত্রের মাঝে একটা করে কালো ডট। অতপর সবাই লিখে খাতা জমা দিলো। দেখা গেলো সবাই ওই কালো বিন্দুটাকে নিয়েই লিখেছে। কেউ বলছে ওটা মাঝখানে, কেউ বলছে ওটা গোল, কেউ বলছে ওটা চৌকো ইত্যাদি ইত্যাদি। তখন মাস্টারমশাই বললেন, আমাদের সমস্যাটা কোথায় জানিস, আমাদের দৃষ্টি ভীষণ সংকীর্ন, আমরা শুধু এতো বড়ো সাদা পাতায় কালো বিন্দুটাই দেখতে পেলাম। আর সাদা অংশটা খেয়াল করলাম না।

yellow-g6d47aefda_1920_0.jpg

লকডাউনের ক্ষেত্রেও তাই। আমরা শুধু লকডাউনের খারাপ দিকটাই দেখছি। লকডাউনের পিছনে যে সাদা জগৎ আছে সেটার কথা আমরা ভাবছি না। আমাদের কিছু করার নেই, আমাদের এই পরিস্থিতিতে থাকতেই হবে। কিন্তু ওই সাদা জগতটার জন্যে আমরা যে নিজেদের তৈরী করতে পারি, সেই বিষয় আমরা খেয়াল করছি না। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধু খারাপ নয়, যা ঘটছে তার ভালো দিকটাও আমাদের দেখতে হবে। নতুন করে ভাবতে শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll