এখনও ভালো মানুষ আছেন। ভরসা রাখুন আর খুঁজে নিন। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee
বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে আমরা ভাবি এই পৃথিবীটা খারাপ হয়ে গেছে, কেউ ভালো না। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন। যারা অন্যের কষ্টে কষ্ট পায়, পাশে এসে দাঁড়ায়। নিজেদের সাধ্যমত সাহায্য করে। হয়তো দেখবেন আপনার পাশের মানুষটাই হয়তো ভালো মানুষের উদাহরণ। আসুন ভালো মানুষের একটা গল্প শুনি।
• একজন ভদ্রমহিলা একটা হোটেলে ঢুকলেন। দেখে মনে হচ্ছে ভদ্র বাড়ির মেয়ে। সাদামাটা শাড়ি কর ব্যাগে ভর্তি কাগজ। তিনি হোটেলের বেয়ারাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? বেয়ারা বললেন, ডাল, ভাত, সব্জি, মাছ, মাংস সবাই পাওয়া যায়। ভদ্রমহিলা বললেন, আপনাদের এখানে থালি পাওয়া যায় না? বেয়ারা বললেন, হ্যাঁ ভেজ থালি, মাছের থালি আছে। ভদ্রমহিলা বললেন, ভেজ থালি কত? বেয়ারা বললেন, ডাল আর দুটো সব্জি। ৩০ টাকা দাম। ভদ্রমহিলা বললেন, আমি যদি সব্জি না নিই। শুধু ডাল আর ভাত নিই। বেয়ারা বললেন, ঠিক আছে। এর মধ্যেই মহিলার ফোন বেজে উঠলো। উনি ফোনটা ধরে বললেন, হ্যাঁ মা আমি এই তো হোটেলে খাচ্ছি। আমি আদালত থেকে বেরিয়ে গেছি। এই তো দু পিস মাছ, ডাল দিয়ে ভাত খাচ্ছি। তুমি চিন্তা করো না। বাবাকে সকালের ওষুধটা খাইয়ে দিও। আমি কিছু টাকা বাঁচিয়ে রেখেছি, রাতে ওষুধটা আমি গিয়ে কিনে দেবো। এই সমস্ত কথাবার্তা বেয়ারা দাঁড়িয়ে শুনলেন। তারপর গিয়ে খাবার নিয়ে এলেন। খাবার আসতেই মহিলা দেখলেন ডাল ভাতের সাথে সব্জি রয়েছে। উনি অবাক হয়ে বেয়ারাকে বললেন, আমি তো সব্জি বলিনি। আপনি তুলে নিয়ে যান, আমার কাছে টাকা নেই। বেয়ারা বললেন, আমি তো অভ্যাস মত সব্জি দিয়ে দিয়েছি, ওতে এখন ভাত লেগে গেছে তাই ওটা আর তুলে রাখা যাবে না। মহিলা তৃপ্তি করে খেলেন। তারপর যেই টাকা দিতে গেলেন তখন বেয়ারা বললেন, না টাকা দিতে হবে না। আমি আপনার ফোনের কথাবার্তা মালিকে বলেছি। উনি বলেছেন টাকা দিতে হবে না।
আমাদের আশেপাশে এই রকম বেয়ারা অনেক রয়েছে। আমরা শুধু দেখতে পাইনা বা দেখা পেলেও আমরা তাদের মনে রাখিনা। মানুষ খারাপটা বেশি মনে রাখে, ভালোটা নয়। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।