Online Relationship কতটা নির্ভরযোগ্য? এর ভালোমন্দ কিভাবে বুঝবেন? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Jayita Saha

সোশ্যাল দুনিয়ায় পা দিয়ে দেয়। এছাড়া এখন তো সবাই প্রায় ঘরবন্দি হয়েই আছি আর তাই দিনের বেশিরভাগ সময়টাই কাটছে সোশ্যাল মিডিয়াতে। আর এভাবেই বাড়ছে ক্রমশ অনলাইন সম্পর্কের ঝোঁক। খুব অল্প বয়স থেকেই মানুষ অনলাইনে একে অন্যের সাথে শুধু মাত্র ম্যাসেজে কথা বলে আর ছবি দেখেই প্রেমের মত সম্পর্কে জড়িয়ে পড়ছেন। তার ফলে অনেক সময়ই এই অনলাইন জগতের মায়া কেটে বাস্তবে ফিরে এসে তারা বুঝতে পারেন আসলে সবই ভীষণ নকল আর মেকি।

 

• সম্প্রতি একটি খবরের কাগজে একটি সংবাদ আমাদের অনেকেরই হয়তো দৃষ্টি আকর্ষণ করে ছিলো। আর সেই খবরটি হলো, একটি অল্প বয়সী ছেলে ফেইসবুকে দীর্ঘদিন ধরে একটি মহিলার সাথে কথা বলতো। ফলে ক্রমশ সম্পর্ক গভীর হয়। আস্তে আস্তে তা প্রেমে পরিণতি পায়। দু-আড়াই বছর পর যখন তারা দেখা করেন তখন ছেলেটি জানতে পারে যে, আসলে ওই মহিলা তার মেয়ের ছবি দিয়ে চ্যাট করতেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা। ছেলেটি এই বিষয়ে এতোটাই আঘাত প্রাপ্ত হয় যে, সে আত্মহ্যাতার পথ বেছে নেয়।

dating-ge6e3dc583_1280_0.png

 

• এই অনলাইন সম্পর্ক থেকে প্রাপ্ত আঘাত অনেকেই উপরিক্ত ঘটনার মতোই সহ্য করতে পারেনা। ফলে নিজেকে শেষ করে দেয়। অনেকেই আছেন ভালো বড়ো কোনো অফিসে কোনো দরকারে গিয়ে সেখানে ছবি তোলেন এবং সেটা ফেইসবুকে পোস্ট করেন। এইভাবে অনেকে নিজের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অন্যদের ভুল নির্দেশ দেন। আমরা বলছিনা যে, সবাই খারাপ হয়। কিন্তু কিছু মানুষ ভুল দিকে অন্যদের নিয়ে যায়।

human-gf82c52da5_1920_0.jpg

• বর্তমানে আমরা অনেক উন্নত। বুদ্ধি, বিদ্যা সবক্ষেত্রেই আমরা আমাদের আগের প্রজন্মের থেকে অনেক পা এগিয়ে। তাহলে এতো উন্নত প্রজন্ম হয়েও আমরা কেন নিজেদের সাবধান করতে পারি না! কেন আমরা সামনের মানুষটা আদৌ আসল না নকল যাচাই করি না! যেকোনো মানুষের সাথে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউর সাথে সম্পর্কে যাওয়ার আগে তার সম্পর্কে ভালো করে খোঁজ নিন। তার বলা কথাগুলো তারই মিউচুয়াল বন্ধুদের থেকে যাচাই করুন। আর নতুন প্রজন্ম মনে রেখেও ঔ সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা ভীষণ বড়ো আর সুন্দর দুনিয়া আছে।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll