আমরা কোনো কিছু না বুঝে, শুধুমাত্র ‘অভ্যাস’ এর দাস। কেন বলুন তো? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee

প্রত্যেকটা মানুষেরই নানান অভ্যাস থাকে। আমরা এই অভ্যাসবশত নানা কাজ করে থাকি। অনেক সময় জানিনা কেন আদৌ কাজটা করছি। কিন্তু আশেপাশের লোকজনকে দেখে অভ্যাসবশত ঔ কাজটা করে থাকি, কোনো কিছু না বুঝে। আজকে আমরা এমনই একটি গল্প শুনবো। আজকের গল্পের নাম— অভ্যাস।

• একজন বিজ্ঞানী দশটি বাঁদর নিয়ে একটা গবেষণা করছিলেন। তিনি একটা সিঁড়ির ওপর কলা বেঁধে রেখেছিলেন। একজন বাঁদর সিঁড়ি দিয়ে উঠে কলা পারতে গেলো, তখনই বিজ্ঞানী তার মাথায় ঠান্ডা জল ঢেলে দিলেন। সেই সাথে সাথে বাকি ন'টা বাঁদরের গায়েও ঠান্ডা জল পড়লো। শীতকাল বুঝতেই পারছেন। আবার একটা বাঁদর উঠতে গেলো, বিজ্ঞানী আবার ঠান্ডা জল ঢাললেন। তৃতীয়বার আবার একটা বাঁদর উঠতে গেলো, বিজ্ঞানী আবার তার মাথায় জল ঢাললেন। এরপর আরেকটা বাঁদর যেই সিঁড়ি দিয়ে উঠতে গেলো, সাথে সাথে বাকি বাঁদর গুলো তাকে টেনে নামিয়ে মারতে লাগলো। এবার বিজ্ঞানী ওই দশটা বাঁদরগুলোর মধ্যে থেকে একটা বাঁদর সরিয়ে নতুন একটা বাঁদর ঢোকালেন। সেই নতুন বাঁদরটা কলা দেখেই ওপরে উঠতে গেলো। সাথে সাথে বাকি বাঁদর গুলো তাকে মারতে শুরু করলো। এরপর বিজ্ঞানী আবার একটা পুরোনো বাঁদর সরিয়ে নতুন বাঁদর রাখলেন সেখানে। সেই নতুন বাঁদরটাও আগের নতুন বাঁদরের মতোই কলা দেখে ওপরে উঠতে লাগলো। সাথে সাথে বাকি বাঁদর গুলো তাকে টেনে নামিয়ে মারতে লাগলো। সেই আগের নতুন বাঁদরটিও শেষ আসা নতুন বাঁদরটিকে মারলো। কারণ সে নিজে মার খেয়ে ছিলো।

person-suffering-from-bullying_0.jpg

বন্ধুরা ঠিক এই রকমই একটা অবস্থা আমাদের দেশের। আমরা জানিনা আমরা কি করছি। অভ্যাসবশত অনেক কাজই আমরা না জেনে করে থাকি। একটু ভাবুন, যেটা করছেন সেটা কতটা ঠিক বা ভুল।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll