অতিরিক্ত লোভ মানুষকে পাঁকে টেনে নিয়ে যায়। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee

লোভ আমাদের ষড়রিপু একটি রিপু। এই লোভ মানুষের মধ্যে কম বেশি থাকেই। খাবারের প্রতি লোভ, টাকা পয়সার প্রতি লোভ, খ্যাতির লোভ ইত্যাদি ইত্যাদি। এই লোভ যদি মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত হয়ে ওঠে তাহলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। এই বিষয়ে আজকে আমরা একটা গল্প শুনবো।

• এক ভদ্রলোক সব সময় হাসিখুশি থাকতেন। সব কাজ ভালো মতো সেরে সারাদিন অফিসে হাসিখুশি থাকতেন। যার ফলে অনেকেই তাকে হিংসা করতো। একদিন তারই নিচস্থ কর্মচারী তাকে জিজ্ঞাসা করলেন যে, স্যার আপনি সবসময় এতো হাসিখুশি থাকেন কি করে? ভদ্রলোক বললেন, কাল তো শনিবার ছুটির দিন কাল সকালের জলখাবারটা আমার বাড়িতে এসে করো। পরেরদিন সকালবেলায় ওই কর্মচারী সেই ভদ্রলোকের বাড়িতে যায়। সেই ভদ্রলোকের বৌ দুজনকেই জলখাবার দিয়ে গেলো। সেই কর্মচারী তার ম্যানেজার ভদ্রলোকে বললেন যে, কই স্যার বললেন না তো! ভদ্রলোক বললেন যে, বলবো চলো একটু বাইরে ঘুড়ে আসি।

arm-wrestling-g59e0c3f13_1920_0.jpg

ভদ্রলোক আর সেই কর্মচারী বাইরে বেরোলেন। বাজারের দিকে গেলেন। ছুটির দিন বাজারে ভিড় রয়েছে। এই অবস্থায় সেই ভদ্রলোক তার কর্মচারীকে বললেন যে, এই দশ টাকার কইনটা ওই ভিক্ষারীকে দাও আর আরেকটা ছেলেকে বললেন তুমি ওই টাকাটা তুলে নর্দমায় ফেলে দিও। সেই কথা মতো হলো কাজটা। ভিক্ষারিতো অবাক হয়ে তাকিয়ে আছে। সেই সময় ওই ভদ্রলোক ভিক্ষারীকে আরও দুটো কইন দিলো। ওই দুটো কইন নিয়ে তাড়াতাড়ি ওই ভদ্রলোক পকেটে ঢুকিয়ে নেয়। আর তারপর উঠে যায় নর্দমার দিকে ওই একটা কইন খুঁজতে। আমরাও তাই আমরা ভুলে যাই যে, আমাদের পকেটে আরও দুটো কইন আছে আর আমরা নেমে পড়ি নোংরা নর্দমায় ঔ একটা কইনের জন্যে।

 

• এই লোভের ওপর আমাদের মানসিক শান্তি নির্ভর করে। আমরা যত পাই তত চাই আমরা। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll