সাবধান! অনলাইন প্রতারণা চক্রের নতুন ফাঁদ। সেটা কি জানুন এবং সতর্ক হোন। নাহলে সব হারাবেন। | Social Awareness | Bidhan Saha

 

অনলাইন প্রতারণা চক্রের কথা আমরা সবাই শুনেছি। বিভিন্নভাবে আপনার ব্যাংকের বিস্তারিত গোপন তথ্য জেনে নিয়ে তারপর আপনার ব্যাঙ্কের সমস্ত টাকা প্রায় এক কথায় গায়েব করে দিচ্ছে। বর্তমানে যত প্রযুক্তি উন্নত হচ্ছে তত এই প্রতারণা চক্র আরও বড়ো এবং তীব্র হচ্ছে। এই ফাঁদ থেকে আপনি নিজেকে এবং আপনার আশেপাশের মানুষজনকে কিভাবে রক্ষা করবেন জেনে নিন।

• আমরা অনেকেই ভাবি যে, পাসওয়ার্ড বা ওটিপি যদি কাউকে না দিই তাহলে সে আমার ব্যাংকের টাকা তুলতে পারবে না। কিন্তু যারা এই প্রতারণা চক্রের সাথে যুক্ত থাকে তারা আমার আপনার থেকে অনেক বেশি এগিয়ে আছে। তারা অনেক বেশি প্রযুক্তিতে সিদ্ধহস্ত। তাই নিজেদেরকেও আমাদের এখন আরও অনেক বেশি সচেতন হতে হবে।

log-in-g487f97147_1920_0.jpg

• আপনি যদি পেট্রোল পাম্প বা কোনো জায়গায় আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা মেটাতে চান তাহলে সেক্ষেত্রে সাবধান হোন। সেই কার্ডটা নিজেই ব্যবহার করবেন কোনো কর্মচারীর হাতে সেটা দেবেন না। আর যদিও সেটা দিতেই হয় তাহলে সে যেন আপনার পরিধির বাইরে না যায়। কোনোভাবেই আপনার কার্ডের তথ্য সে আপনার অজান্তে সংগ্রহ না করতে পারে। তাই চোখ কান খোলা রাখুন।

ec-cash-gde549aa0f_1920_0.jpg

• আপনি হঠাৎ করে দেখলেন আপনার ফোনে একটা এস. এম. এস এলো যে আপনার একাউন্টে চার হাজার টাকা এসেছে। যে টাকাটা আপনার নয়। তারপরেই একটা ফোন এলো যে কেউ একজন ফোন করে বলছে যে, ভুল করে টাকাটা আপনার একাউন্টে চলে গেছে ওটা এখনি ফিরিয়ে দিন নাহলে তার ভীষণ অসুবিধা হবে। আপনি হয়তো মানবিক হয়ে সেই টাকাটা অনলাইন মাধ্যমে ফিরিয়ে দিতে গেলেন। আর তখনই আপনার বাকি টাকাটাও সেই সাথে সাথে গায়েব হয়ে যাবে। তাই এই সময় এমন কোনো ঘটনা ঘটলে আগে ব্যাংকে খোঁজ নিন। আর যদি টাকা সত্যি চলে আসে তাহলে তাকে বলুন যে, আপনি আমার বাড়িতে এসে টাকাটা নিয়ে যান। অনলাইন মাধ্যমে টাকা ফিরত দেবেন না।

hack-g0496a49e7_1920_0.jpg

• যে ফোন নাম্বারটা আপনি ব্যবহার করছেন, সব জায়গায় সেই নম্বরটা দেওয়া আছে সেক্ষেত্রে আপনার সেই নম্বরটা একাউন্টের সাথে লিঙ্ক করাবেন না। এমন একটা নম্বর ব্যবহার করুন যেটা খুব কম ব্যবহৃত হয়।

যার যতই টাকা থাকুক না কেন এই রকম বিপদ নেমে এলে যে কোনো মানুষেরই মাথায় বাজ ভেঙে পড়বে। তাই সাবধান হোন, সচেতন হোন। সুস্থ থাকুন, ভালো থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll