মাস্ক পড়লেই চশমার কাচ ঝাপসা হয়ে যায়? কি করবেন? চারটি উপায় জেনে নিন। Social Awareness | Bidhan Saha

সব জিনিসের সাথে সব জিনিস মানানসই হয়না। ঠিক যেমন আমাদের মুখের মাস্ক এবং চোখের চশমা। চোখের চশমা মুখে মাস্ক পড়লেই ঝাপসা হয়ে যায়। আপনার চশমার চকচকে কাচে ঘন কুয়াশার আস্তরণ জমে ওঠে। ফলে দেখতে খুব সমস্যা হয়। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তার জন্যে কিছু উপায় থাকলো।

১) খুব কম পরিমান মানুষ আছেন যারা চশমার কাচে অ্যান্টি ফগ লোশন ব্যবহার করেন। কিন্তু বর্তমান সময়ে এটি লোশন আমাদের অনেকেরই দরকার। তাই অ্যান্টি ফগ লোশন ব্যবহার করুন আপনার চশমা কোনোভাবেই আর ঝাপসা হবে না।

mask-g42b5ec70e_1920_0.jpg

২) চেষ্টা করুন মাস্কটা যাতে আপনার মুখের সাথে আটকে থাকে। মুখ আর মাস্কের মাঝখানে বেশি ফাঁকা থাকলে সেখান থেকে গরম হওয়া বেরিয়ে চশমা ঝাপসা করে দেয়। তাই টাইট মাস্ক পরার চেষ্টা করুন।

৩) তরল সাবান একটু চশমার কাচে দিয়ে সেটা ভালো করে মুছে নিন। অনেক ক্ষণ আপনার চশমার কাচ পরিষ্কার থাকবে এবং সহজে ঝাপসা হবে না।

pexels-furkanfdemir-7124278_0.jpg

৪) মাস্ক আর মুখের মধ্যে যদি ফাঁকা জায়গা বেশি থাকে তাহলে সেখানে মেডিকেটেড টেপ লাগিয়ে নিন মুখের সাথে। তাহলে আর গরম শ্বাস সহজে বেড়িয়ে চশমাকে ঝাপসা করতে পারবে না।

man-gd0dd7ab5d_1920_0.jpg

মানিয়ে নেওয়া আমাদের জীবনের উদ্দেশ্য। তাই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চশমা আর মাস্কের মিলন করানোই আমাদের উদ্দেশ্য। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll