শীতকালে খুশির সমস্যার একমাত্র দাওয়াই

শীতকাল মানেই আমাদের ত্বকের পাশাপাশি চুলও ভীষণভাবে রুক্ষ হয়ে যায়। এই সময় খুশির সমস্যাও ভীষণভাবে দেখা যায়। আর এই শীতকালে চুল ভীষণভাবে দুঃখ হয়ে যাওয়ারও প্রবণতা দেখা দেয়। তবে খুশকির সমস্যা থেকে ত্বকেরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই কারণে খুশকি সমস্যা কেই চিরতরে বিদায় জানাতে হবে। আজ বলবো এক ঘরোয়া তেল যার সাহায্যে খুব সহজেই খুশকিকে চির বিধায় জানানো সম্ভব। আর তার জন্য প্রয়োজন আমাদের নিমপাতা। নিমপাতা যে শুধুমাত্র ত্বকের পরিচর্যায় সাহায্য করে এমনটা নয়।  আমাদের চুলের পরিচর্যাতে সাহায্য করে।

Neem Leaf-Fresh : Amazon.in: Health & Personal Care

 প্রথমেই আমাদের লাগবে বেশ কিছুটা নিমপাতা। তারপর সেটাকে নারকেল তেলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে একটা দিন রেখে দিয়ে পরের দিন মাথায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তবে যদি ভালো হয় তেলটা লাগাবার একটু আগে হালকা গরম করে নেওয়া যায়। কারণ গরম তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কেউ যদি মনে করে তাহলে সেই তেলটা সেদিন মাথায় রেখে দিতেও পারে অথবা শ্যাম্পু করে ধুয়ে ফেলতেও পারে।

Natural Neem Oil* – GreenDNA® India

 তবে কারোর যদি তেলে অসুবিধা হয় সেক্ষেত্রে তারা নিম পাতার জল ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে নিম পাতা টাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর সেটাকে নিয়ে মাথায় লাগাতে হবে। তবে শীতকালে জল মাথায় দেওয়াতে ঠান্ডা লেগে যেতে পারে অনেকের। অন্যদিকে চুলে তেল দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে শীতকালে। তাই সপ্তাহে অন্তত একবার চুলে তেল দেওয়াটা প্রয়োজন।

 

এই ব্যাপারে বিশদে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll