ঘাড় গলার কালো ছোপের ঘরোয়া সমাধান

আমরা অনেকেই ত্বকের পরিচর্যা করলেও কিছু কিছু জায়গার বিশেষ যত্ন নিতে ভুলে যায় যেমন ঘাড় গলা পায়ের পাতা। এগুলিতে ময়লা জমতে শুরু করলে যদি প্রথমেই আমরা এর নিতে পারি তাহলে অনেকটা সমাধান হয়। অনেকের দেখা যায় ঘাড়ে ময়লার স্তর পড়ে যায় কিন্তু সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে ছেলে বেলা থেকেই ওই ঘাড়ে ময়লার দাগ জমে যায় যা আমাদের বয়স কালেও ভোগায়। তখন আর দিকে যত্ন নিতে শুরু করলে সেই দাগ আর কিছুতেই যেতে চায় না। তাই শুরুতেই যদি এর থেকে মুক্তির উপায় ব্যবহার করা যেতে পারে তাহলে সমস্যা আর ভবিষ্যতে দেখা যায় না। মেয়ে নির্বিশেষে ঘাড়ে ময়লা জমার প্রবণতা দেখা দেয়।

Acanthosis nigricans - NHS

 এর একেবারে সাধারণ দুটো ঘরোয়া পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিতে প্রথমেই লাগবে চালের গুঁড়ো। যেটা খুব ভালো স্ক্রাবার হিসেবে আমাদের ত্বকে কাজ করে। সেই সঙ্গে লাগবে মধু চিনি এবং পাতি লেবুর রস। প্রত্যেকটা উপকরণই দু চামচ করে নিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ঘাড়ে এবং গলায় কিছুক্ষণ লাগিয়ে রেখে আলতো হাতে স্ক্রাব করতে হবে। তারপর 5 মিনিট মতন রেখে ধুয়ে ফেলতে হবে জিনিসটা। প্রথম ব্যবহারে দেখবে অনেকটা ফলাফল চোখে পড়ছে।

Homemade Face Pack For Instant Glow And Radiance Skin | Femina.in

 দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেটা হল চন্দন গ্লিসারিন এবং পাতিলেবুর রস। যদি কেউ চায় তাহলে প্রথম পদ্ধতি ব্যবহার করার পরেই এই দ্বিতীয় পদ্ধতির প্রলেপ লাগিয়ে রাখতে পারে তাহলে খুব ভালো কাজ হবে। আর যদি না পারে সে ক্ষেত্রেও সমস্যা নেই। তবে পুরো পদ্ধতিটাই একটু দীর্ঘস্থায়ী। দীর্ঘকালীন ময়লা তুলতে একটু সময় লাগবে এটা ভেবে এই পদ্ধতি করতে হবে।

 
 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret ।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll