ভারতের প্রথম ‘ফ্রি পাবলিক লাইব্রেরি’ রয়েছে উত্তরপাড়ায়

সাবর্ণ রায় চৌধুরী পরিবারের জামাই জয় কৃষ্ণ মুখার্জী । ইনি এবং ওনার বংশধররা ছিলেন শিক্ষা শিল্প সাহিত্য শুধু অনুরাগী বললে কম বলা হবে ছিলেন প্রসারকও । উত্তরপাড়ার শ্রীবৃদ্ধি তে এই পরিবারের অবদান অসীম। ওই দেখুন ডান দিকে গঙ্গার ধারে রাজা প্যারীমোহন কলেজ। সিনেমা হল গৌরী টকিস। চলে এসেছি উত্তরপাড়া বাজার। অনেক বার দেখেছেন তবু আরেক বার দেখুন অতি বিশাল অতি প্রাচীন পাবলিক লাইব্রেরি, জয়কৃষ্ণ পাঠাগার । এশিয়ার প্রথম নি:শুল্ক সাধারণ পাঠাগার। প্রচুর দুর্লভ দুষ্প্রাপ্য পুস্তকের সংগ্রহ । ঐতিহাসিক ভবন। কে আসেনি এখানে, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন, রবীন্দ্র নাথ ঠাকুর , কেশব চন্দ্র সেন, ঋষি অরবিন্দ, নেতাজী সুভাষ চন্দ্র বোস। শুধু উত্তরপাড়া নয় সারা বাংলার গর্ব জয়কৃষ্ণ পাঠাগার ।

1_2_0.jpg

বলা আছে, “শুরুর দিকে এই স্বনামধন্য প্রতিষ্ঠানের পড়ার ঘরে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত ভাষায় কয়েক হাজার বই স্থান পেত। ওপরের ঘরগুলো ব্যবহৃত হত বক্তৃতা, বৈঠক এবং টাউন হলের বিভিন্ন অনুষ্ঠানের জন্য। বাগানে ফুটে থাকত মনোমুগ্ধকর সব ফুল”। চারপাশের বিশাল অঞ্চলে জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল এই গ্রন্থাগার। পড়াশোনায় কৃতিত্ব দেখালে এখান থেকে সোনার পদক প্রদান করা হত। শতবর্ষ আগে এই গ্রন্থাগারে পা রেখেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার আর্থার ওয়েলেসলি, ব্রিটিশ প্রশাসক অ্যাসলি ইডেন, বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার রিভার্স থম্পসনের মতো ব্যক্তিত্বরা। লম্বা লম্বা থামওয়ালা প্রাসাদোপম বাড়ি, কাঠের বিশাল ঝুলন্ত বারান্দা, ছক কাটা মেঝে, উজ্জ্বল সবুজ খড়খড়িওয়ালা জানলা, কাঠের রাজকীয় আসবাবপত্র এমন এক যুগের স্মৃতি বয়ে আনে, যা হারিয়ে গিয়েছে অনেক অনেক আগে।

2_3_0.jpg

প্রায় ৩ হাজার বই নিয়ে উত্তরপাড়া লাইব্রেরির যাত্রা শুরু হয়েছিল। এখন প্রায় ৪৫ হাজার পুরোনো বই রয়েছে এখানে। ১৭-১৮ শতকের কিছু বিরল সংগ্রহও রয়েছে। সব মিলিয়ে আছে ৫০ থেকে ৬০ হাজার বই, ২৫০০টির কাছাকাছি পুরোনো পত্রিকা এবং ২৫০টির বেশি পুঁথি। লাইব্রেরির এক কর্মচারী আমাকে ৩০০ বছরের পুরোনো এক পুঁথি দেখালেন। হাতে তৈরি কাগজের এই পুঁথিতে তন্ত্র এবং যোগ নিয়ে বৌদ্ধ চিন্তাধারা লিপিবদ্ধ করা আছে। লাইব্রেরিতে স্থান পেয়েছে তিব্বত, বারাণসী এবং কাশ্মীরের বিভিন্ন মঠ থেকে সংগ্রহ করা প্রায় ২০০টি তালপাতা অথবা হাতে বানানো কাগজের সংস্কৃত পুঁথি। যার মধ্যে এটিও একটি।

 

এমনই বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion News Time  সাবস্ক্রাইব করুন আর নিচের লিংকটি ক্লিক করুন এ ব্যাপারে বিশদে জানতে।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll