কামচোর বা বিনা পরিশ্রমে জীবন কাটাতে চাইছেন কি? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ঘাড়ে বসে বা পরিশ্রম না করে জীবন কাটাতে চান। তাই তাদের উদ্দেশ্য আজকের এই গল্প।
• একটা চাষী ছিলো। সে রোজ জঙ্গলে যেত আর নানা রকম পাখির পালক সংগ্রহ করে আনতো। সেটা দিয়েই কানের দুল আর গলার হাড় বানাতো। একদিন সেই চাষী পাখিকে বললো, আমি তোমায় রোজ ছাতুর বড়ি দেবো তুমি আমায় চারটে করে পালক দিও। পাখি ভাবলো বেশ তো, আমায় আর খাটতে হবে না। আর যা পালক আছে তাতে আমার চারটে করে দিলে কোনো অসুবিধা নেই। এইভাবে চলতে শুরু করলো। একটা সময় এমন এলো যখন পাখির পালক কমতে শুরু করলো। পাখি ভাবলো যে, পালক না দিলে তো আর সে খেতে পারবে না। অন্যদিকে একদিন চাষী আর এলো না। সে অসুস্থ হয়ে পড়েছে। তারপর একদিন সে মারা গেলো। পাখিটা ভেবেছিলাম যা, পালক আছে তাতে সে উড়তে পারবে। কিন্তু সে পারলো না এবং একদিন সেও মারা গেলো।
তাই যারা ভাবছেন যে, বিনা পরিশ্রমে জীবন কাটাবেন তাদের উদ্দেশ্য এই গল্প, কারণ পালক বেশি দিক থাকবে না ফলে উড়তেও পারবেন না তখন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।