আপনি কি নিজেকে খুব চালাক মনে করেন? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |

আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন নিজেদের খুব চালাক মনে করে। তারা কাউকে কিছুই দিতে চান না কিন্তু চালাকি করে অন্যের থেকে আদায় করতে পারে। একটু ভেবে দেখুন আপনার জীবনে কেউ না কেউ এমন অতি চালাক আছেন। আজ এমনি একজন অতি চালাক এবং স্বার্থপর মানুষের গল্প শুনবো।

excited-g09d53ec96_1920_0.jpg

• একজন ভদ্রলোক ছিলেন, তিনি যেমন ধনি তেমনই স্বার্থপর ছিলেন। সেই ব্যক্তি কাউকে কোনোদিন কিছু দিতেন না। ভিক্ষারীরা তার বাড়িতে যেতে ভয় পেতো, কারণ জানে যে, সেখান থেকে এক মুঠো ছাইও পাবে না তারা। একদিন সেই ব্যক্তি বাড়ির সামনে গাড়ি থেকে নামার সময় তার পকেট থেকে পাঁচশো টাকার নোটের বান্ডেল পড়ে গেলো। সেই ব্যাপাটা লক্ষ্য করলেন পাশের বাড়ির এক ভদ্রলোক। তিনি বেরিয়ে এসে টাকাটা তুলে সেই ব্যক্তির বাড়ির দারোয়ানকে গিয়ে বললো যে, আমি একটু দেখা করতে চাই। দারোয়ান বললো, দেখা করতে হলে অফিসে গিয়ে কথা বলুন। সেই ভদ্রলোক টাকাটা নিয়ে চলে এলেন। পরেরদিন সেই ব্যক্তির টাকাটার কথা মনে পড়লো, সে টাকাটা খুঁজতে রাস্তায় গাড়ির কাছে এলে, পাশের বাড়ির ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি এসে বললেন যে, এটা কি আপনার? টাকাটা দেখে সাথে সাথে সেই ব্যক্তি ভাবলেন যে, এর থেকে আরও কিছু টাকা উপার্জন করা যায়। ফলে সে বললো, হ্যাঁ এটা আমার তবে এতে পাঁচাত্তর হাজার টাকা ছিলো। এখন তো শুধু পঞ্চাশ হাজার আছে। ভদ্রলোক শুনে বললেন যে, আমি তো শুধু এটাই পেয়েছি, কোনো টাকা আমি এখন থেকে নিইনি। ব্যক্তিটি ওই পাশের বাড়ির ভদ্রলোককে চাপ দিতে শুরু করলেন। তারপর উনি বললেন যে, আমি কোর্টে যাবো। যথারীতি ব্যাপারটা কোর্টে উঠলো। জজসাহেব ডেকে জিজ্ঞাসা করলেন দুজনকে। সবটা শুনে জজসাহেব হাসলেন এবং তারপর বললেন, আচ্ছা এটা তো তাহলে এটা আপনার টাকা নয়। আপনার তো পঁচাত্তর হাজার ছিলো আর এটা তো পঞ্চাশ হাজার। তাহলে বরং এটা আমার কাছে জমা থাকুক আর যদি কেউ পঁচাত্তর হাজার বান্ডেল নিয়ে আসে তাহলে তখন আপনাকে ডেকে পাঠাবো।

desperate-g110573fda_1920_0.jpg

• বন্ধুরা বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু ধুর্ত হওয়া ভালো নয়। কারণ সেই ফাঁদ কখন আপনার গলাতেই পড়বে বুঝতে পারবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll