অপরকে অসুবিধায় ফেলে কি আনন্দ উপভোগ করা যায়? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |

আমাদের প্রত্যেকেরই আনন্দ, কষ্ট, রাগ, অভিমান আছে। আর এগুলো আছে বলেই আমরা অসুবিধায় পড়লে কষ্ট পাই, কান্নাকাটি করি। আর এই সমাজে এমন বহু মানুষ আছেন যারা অন্যের অসুবিধায় আনন্দ পান। কিন্তু আদৌ কি কাউকে অসুবিধায় ফেলে প্রকৃত আনন্দ পাওয়া যায়? আজকে এমনই একটা গল্প শুনবো।

children-593313_1920_0.jpg

• একদিন এক ছাত্র ও তার শিক্ষক হেঁটে যাচ্ছিলো। রাস্তায় মাঠের পাশে এক জোড়া জুতো দেখে ছাত্রটি বললো, স্যার এটা কোনো চাষীর জুতো। তারপর বললো যে, স্যার আমরা একটা মজা করতে পারি। চাষীর জুতোটা লুকিয়ে রাখি আর আমরা গাছের পিছনে দাঁড়িয়ে দেখবো সে কি করে! তখন স্যার বললেন যে, না এর চেয়ে বরঞ্চ অন্য একটা কাজ করা যায়। দুটো একশো টাকার নোট দুটো জুতোয় রেখে দিলো তারা। তারপর গাছের পিছনে গিয়ে দাঁড়ালো। বিকেলের দিকে চাষী এসে দেখলো তার জুতোগুলো ঠিক আছে। তারপর সে একটা পা জুতোয় ধোকাতে গিয়ে দেখলো পায়ে কি ঠেকছে। বের করে দেখলো একশো টাকার নোট। চাষী তো অবাক, সে হাত জড়ো করে ভগবানকে প্রণাম করলো। আবার অন্য জুতোয় পা ধোকাতে গিয়ে দেখলো আবার একটা একশো টাকার নোট। চাষী কাঁদতে কাঁদতে ভগবানকে প্রণাম করতে করতে বললো যে, তুমি টাকা পাঠিয়েছো। তুমি তো জানো আমার স্ত্রী কত অসুস্থ, তার জন্যে ওষুধ কেনার জন্যেই মাঠে এসেছিলাম যদি কিছু আলু পাই তাহলে সেটা বেচে ওষুধ নিয়ে যাবো। তোমায় অনেক ধন্যবাদ। এই বলে সেই চাষী চলে গেলো। এরপর সেই শিক্ষক আর ছাত্রটি গাছের পিছন থেকে বেরিয়ে এলো। তখন শিক্ষক তার ছাত্রকে বললেন, তুমি যেটা করছিলে তাতে হয়তো আমরা আনন্দ পেতাম কিন্তু এই মানুষটা কষ্ট পেতো। আর এখন আমরা তো আনন্দ পেলাম তার সাথে সাথে সেই মানুষটাও আনন্দ পেলাম।

composing-2925179_1920_0.jpg

বন্ধুরা কাউকে আনন্দ দিতে না পারলে তাকে কোনোদিন কষ্টও দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll